প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে কেকেআর

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে উঠে গিয়েছে। লড়াই শুধু প্লে অফে চতুর্থ স্থান দখলের। আর সেই লড়াইয়ে কোন কোন টিম আছে ? কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। আর এই চারটি টিমের মধ্যে সবথেকে বেশি এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার রাজস্থানকে হারালেই প্লে অফের টিকিট কার্যত পাকা। এবার দেখে নেওয়া যাক কোন দলের কতটা সম্ভাবনা আছে –

কলকাতা নাইট রাইডার্স – নেট রানরেটে বাকি তিন দলের থেকে অনেকটাই এগিয়ে। তাই শেষ ম্যাচ জিতলেই প্লে অফ কার্যত পাকা। তবে জিততে গেলে বেশ কয়েকটি বিষয়ে ম্যাককালামকে নজর দিতে হবে। যার মধ্যে ফিল্ডিং অন্যতম বিষয়। আর বাকি থাকছে অধিনায়ক মর্গ্যানের ব্যাটিং ফর্ম এবং পেস বোলিংয়ের উন্নতি।

পাঞ্জাব কিংস– প্লে অফে যাওয়ার আশা ক্ষীণ। প্লে অফে যেতে গেলে বাকি তিন টিমের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে হবে। অঙ্ক অনেক জটিল এবং সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মুম্বই ইন্ডিয়ান্স – রোহিতের দলে সেই ক্ষমতা রয়েছে বাকি ২টো ম্যাচ রাজস্থান রয়্যালস এবং হায়দরাবাদকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দাবিদার হয়ে ওঠার। কিন্তু সাম্প্রতিক পরাফরম্যান্স স্বস্তি দিচ্ছে না টিম ম্যানেজমনেন্টকে। তবে অনেক কিছুই নির্ভর করবে জকের ম্যাচের উপর।

রাজস্থান রয়্যালস–  অনেকটা মুম্বই ইন্ডিয়ান্সের মতো অবস্থা। তবে সঞ্জু স্যামসনের দলের এখন ফর্ম অনেকটাই প্লে অফের লড়াইয়ে এগিয়ে নিয়ে যাবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। যদিও প্লে অফে লড়াইয়ের দাবিদার হতে গেলে আজকের ম্যাচে মুম্বইকে এবং বৃহস্পতিবারের ম্যাচে কলকাতাকে হারাতে হবে শিবম মাভিদের।