আইপিএল ২০২৩-এ দেরিতে দলে যোগ দেবেন সাউথ আফ্রিকান ক্রিকেটার এডেন মার্করাম এবং কাগিসো রাবাদা

Aiden Markram
Aiden Markram. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম মরসুম ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে। প্রায় প্রত্যেক ফ্রাঞ্চাইজিই প্রাক-মরসুম অভিযান শুরু করে দিয়েছেন। কিছুদিনের মধ্যে ঠিকঠাকভাবে প্রশিক্ষণও চালু করে দেবে প্রত্যেকটি দল। আন্তর্জাতিক দলের হয়ে ম্যাচ থাকার কারণে কিছু খেলোয়াড় আইপিএলে নিজেদের দলে পরে যোগদান করবেন। নিজেদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মরসুমের শুরু থেকে পাশে না পাওয়ায় দলগুলিকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

বেশ কিছু সূত্রেই মাধ্যমে জানা গেছে যে সাউথ আফ্রিকার জাতীয় দলের খেলোয়াড়রা আইপিএলে প্রথম থেকেই দলের সাথে থাকবে না। প্রোটিয়াদের নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার কথা রয়েছে। এই সিরিজে সাউথ আফ্রিকার দলে থাকার জন্য প্রায় ৯ জন খেলোয়াড় আইপিএলের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।

খেলোয়াড়দের শুরুর দিকে না থাকার কারণে সবথেকে বেশি প্রভাব পড়বে সান রাইজার্স হায়দ্রাবাদের দলে। অভিজ্ঞ সাউথ আফ্রিকান ক্রিকেটার এডেন মার্করামকে হায়দ্রাবাদ তাদের দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। নিজেদের অধিনায়ককে শুরু থেকে দলে না পাওয়া সত্যিই একটি চিন্তার কারণ।

এছাড়াও আরও দুজন খেলোয়াড়কে প্ৰথম থেকে দলে পাবে না সান রাইজার্স হায়দ্রাবাদ। সাউথ আফ্রিকান উইকেট রক্ষক হেনরি ক্লাসেন এবং বাঁ-হাতি পেসার মার্কো জানসেনও এই ওডিআই দলে থাকার কারণে দেরিতে হায়দ্রাবাদের দলে যোগ দেবেন।

সান রাইজার্স হায়দ্রাবাদ ছাড়াও আরো অনেক দল সাউথ আফ্রিকান খেলোয়াড়দের শুরু থেকে দলে পাবেন না

এসআরএইচ ছাড়াও দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টাস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংস সাউথ আফ্রিকান ক্রিকেটারদের আইপিএলের শুরু থেকে দলে পাবেন না। দিল্লির হয়ে দলে থাকবেন না দুজন পেসার এনরিক নোকিয়া এবং লুঙ্গি এনগিডি থাকবেন না। গুজরাটের দলে থাকবেন না অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলার। লখনউয়ের দলে অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি কক দলে থাকবেন না এবং মুম্বাইয়ের দলে ট্রিস্টান স্টাবস দলে থাকবেন না। পঞ্জাবের হয়ে দলে থাকবেন না কাগিসো রাবাদা।

তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ করে নিজ নিজ আইপিএল দলে যোগ দেবেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। আইপিএলের ১৬তম মরসুমের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের বিজেতা হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে।