আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সম্পূর্ণ মরসুমেই খেলতে চলেছেন জফরা আর্চার

Jofra Archer
Jofra Archer. (Photo by Kieran Cleeves/PA Images via Getty Images)

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এই মাসের শেষেই শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেই মঞ্চেই জসপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটারকে পাবেন না  মুম্বই ইন্ডিয়ান্স। তাদের চিন্তা বাড়াটা যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। েই কঠিন পরিস্থিতির মধ্যেও খানিকটা হলেও স্বস্তির আবহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। এবারের াইপিএলের গোটা মরসুমেই জফরা আর্চারকে পাবে  মুম্বই ইন্ডিয়ান্স। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জফরা আর্চারের আইপিএল খেলার ছাড়পত্রের ঘোষণা হওয়ার পর থেকেই স্বস্তির আবহ তৈরি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।

বিরাট দামে জফরা আর্চারকে গতবারের মেগা নিবলাম থেকে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোট থাকার জন্য় সেবার খেলতে পারেননি তিনি। গতবারের আইপিএলে লাস্ট বয়ের তকমাই চিল মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। এবারও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা আরও বাড়িয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরার চোট। এবারের আইপিএলে যে জসপ্রীত বুুমরাহ খেলতে পারবেন না, সেই কথা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।

গত আইপিএলে বিরাট দামে মুম্বই ইন্ডিয়ান্সে এসেছিলেন জফরা আর্চার

এমন পরিস্থিতিতেই জফরা আর্চারের খেলার কথা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের বাড়চি অক্সিজেন যোগানোর জন্য যথেষ্ট। গোটা মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স জফরা আর্চারকে পেলেও, প্রতিটি ম্যাচেই যে তাঁকে দেখা যাবে এমনটা কিন্তু একেবারেই নয়। সামনেই রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেখানে জফরা আর্চার যে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের অন্যতম সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রাখবে ইসিবি। সেজন্যই আইপিএলের গোটা মরসুমে তাঁকে পাওয়া গেলেও, প্রতিটি ম্যাচে নাও দেখা যেতে পারে।

পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স গতবারে একেবারেই ভাল পারফরম্যাান্স দেখাতে পারেনি।  লাস্ট বয় হয়েই দৌড় থামিয়েছিল তারা। ২০২৩ সালে ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে আইপিএল। সেখানেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে সেই কাজটা অনেকটাই কঠিন। তবে জফরা আর্চারের দলে ফেরায় সেই অভাব খানিকটা হলেও পূরণ হবে বলে মনে করছেন সকলে।

আগাী ৩১ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। সাউথ আফ্রিকা টি২০-তে জফরা খেললেও সেভাবে তাঁকে ছন্দে দেখা যায়নি। এবার আইপিএলের মঞ্চে নামবেন তিনি। সেখানে জফরা আর্চারকে স্বমহিমাতে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।