বাবর আজমকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ জাভেদ মিঁয়াদাদ

Babar Azam
Babar Azam.( Image Source: Twitter)

বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান। ভারতের কাছে হার তো বটেই। সেইসঙ্গে ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন সকলে। দেশে ফেরার পরই পাকিস্তানের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সিদ্ধান্ত নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন তারকা পাকিস্তান ক্রিকেটার জাভাদ মিঁয়াদাদ। কার্যত বাবর আজমকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্তের জোরদার সমালোচনবাই শোনা গিয়েছে এই প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটারের থেকে।

বাবর আজমকে এমনভাবে নেতৃত্বের থেকে সরানোর বিষয়টাই যেন মেনে নিতে পারছেন না প্রাক্তন এই তারকা ক্রিকেটার। এই নিয়ে টানা তিনবার ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। বিশেষ করে এবারের বিশ্বকাপের আগে পাকিস্তানকে অন্য়তম দাবীদার হিসাবেই ধরা হয়েছিল। কিন্তু সেখানে খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছে বাবর আজমদের । এমন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও নিজের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন এই বিশ্বকাপের মঞ্চে। সেই থেকেই তাঁকে নিয়ে শুু হয়েছিল সমালোচনার ঝড়।

বিশ্বকাপের পরই বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে

অপেক্ষাটা ছিল দেশে ফেরার। পাকিস্তানে ফেরার পরই তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই জায়গাতে নতুন অধিনায়কও ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের পদে এসেছেন তরুণ ক্রিকটার শান মাসুদ এবং পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি। এখনও পর্যন্ত অবশ্য ওডিআই দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।  সেই জায়গায় সরফরাজ আহমেদকেই সেই দায়িত্ব দেওয়ার বার্তা দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার জাভাদ মিঁয়াদাদ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যারা ক্রিকেট খেলাটা একেবারেই বোঝেনা তারাই বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছেন। কোচ এবং ক্রিকেটারদের মধ্যে একটা ন্যূনতম বয়সের পার্থক্য থাকা উচিত্। সেখানে যদি কোনওরকম বয়সের পার্থক্য না থাকে তবে ক্রিকেটাররা একেবারেই কোচকে মানবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে সরফরাজ আহমেদকে শুধু দলে নেওয়াই উচিত্ নয়, তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখে অধিনায়কের দায়িত্বও দিয়ে দেওয়া উচিত্।

এবারের বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটর খোলনলচে বদলে ফেলা হচ্ছে। নতুন নির্বাচক কমিটির পাশাপাশি দলের কোচিং স্টাফেও বদলের কাজ শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে বদলে গিয়েছে পাকিস্তানের প্রতিটি ফর্ম্যাটের অধিনায়কও।