দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু জসপ্রীত বুমরার

Jasprit Bumrah Practice
Jasprit Bumrah Practice. ( Image Source: Jasprit Bumrah )

ওডিআই বিশ্বকাপের পর বেশ কয়েকদিন বিস্রাম নেওয়া হয়ে গিয়েছে। এবার মিশন দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্রাম কাটিয়ে সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। প্রায় দেড় বছর পর ফের টোস্টের মঞ্চে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। আগামী ১০ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হবে ভারতের। সেখানেই অবশ্য টেস্টের মঞ্চে ভারতীয় দলের হয়ে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন  জসপ্রীত বুমরাহ। যদিও বিস্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারেনি ভারতীয় দল। সেখানে হেরেই রানার্সের মেডেল তাদের গলায় তুলতে হয়েছিল। এরপরই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা সব ফর্ম্যাটে খেলছেন না। টি টোয়েন্টি, ওডিআই.য়ে জসপ্রীত বুমরাহ না থাকলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন জসপ্রীত বুমরাহ। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

জুলাই মাসে শেষবার টেস্ট খেলেছিলেন জসপ্রীত বুমরাহ

মুম্বইয়েই শুরু করেছেন প্রস্তুতি। সেখানে লোকেশ রাহুলের বিরুদ্ধেই জসপ্রীত বুমরাহকে বোলিং করতে দেখা গেল। এবারের বিশ্বকাপের মঞ্চে সেভবে ইয়র্কর দিতে দেখা যায়নি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নমার আগে সেদিকেই বিশেষ নজর দিয়েছেন জসপ্কীত বুমরাহ। মুম্ূবইয়ের নেটে বারবার সেই ইয়র্কারেরর প্রস্তুতি সারতেই দেখা গেল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লক্ষ্যে এই সিরিজ অন্যতম গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে।

শেষবার ২০২২ সালের  জুলাই মাসে টেস্ট ম্যাচ খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টের অধিনায়কও ছিলেন তিনি। এরপর থেকে আর তাঁকে টেস্টের মঞ্চে দেখা যায়নি। কার্যত চোটের জন্যই মাঠের বইরে ছিলেন জসপ্রীত বুমরাহ। ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতেও নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। তাঁর অভাব প্রতি ক্ষেত্রেই বোঝা গিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল সবচেয়ে বড় পরীক্ষায় নামছে।

২০২১ সালের শেষে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেই নেমেছিল ভারতীয় দল। সেখানে শুরুটা ভালভাবে করতে পারলেও প্রোটিয়াদের ঘরের মাঠে টেস্ট সরিজ জিততে পারেনি তারা। সেবার ১-২-এ টেস্ট সিরিজ হেরে গিয়েছিল ভারত। এবার সেই পরিসংখ্যানটাই বদলানোর জন্য মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।