অ্যাশেজের মাসখানেক আগেই আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন

২১টি টেস্টে নিয়েছেন মোট ৮১টি উইকেট

James Pattinson
James Pattinson. (Photo by Jono Searle/Getty Images)

২০২১-২২ সালের গুরুত্বপূর্ণ অ্যাশেজের আগে চমকপ্রদ ঘোষণা করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন। প্যাটিনসন মাত্র ৩১ বছর বয়সে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর এই সিদ্ধান্ত অনেক সমর্থককেই বিস্মিত করেছে। হাঁটুর চোটের কারণে অনেক দিন ধরেই ভুগছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে এই সমস্যার সাথে তাঁকে যুঝতে হচ্ছিল বলেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। 

প্যাটিনসন গত এক দশকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার। ২০১১ সালে তার টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে এই ডানহাতি পেসার আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ ঘটান। তারপর থেকে তিনি অল্প যেটুকু সুযোগ পেয়েছেন তাতে কখনোই দলকে হতাশ করেননি। কিন্তু চোটের সমস্যা পেসারকে অস্ট্রেলিয়া দলে নিয়মিত জায়গা পাওয়া থেকে বঞ্চিত করেছে। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের উত্থান এবং ধারাবাহিক পারফর্ম্যান্সের কারণে এই পেসার গত কয়েক বছরে নিয়মিত টেস্ট ক্রিকেট সুযোগ পাননি। 

যদিও প্যাটিনসন ইদানীং অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য, কিন্তু তিনি তখনই খেলতেন যখন তিনজন প্রধান পেসারের একজন আহত বা বিশ্রাম নিতেন। টেস্ট ক্রিকেটে তাঁর পরিসংখ্যান চোখধাঁধানো না হলেও মোটের উপর মন্দ নয়। প্যাটিনসন ২১ টি টেস্ট ম্যাচে ৮১টি উইকেট নিয়েছেন যার মধ্যে চারটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই পরিসংখ্যানের আর উন্নতি সম্ভব নয়। 

চোট বারবার প্রতিহত করেছে প্যাটিনসনের কেরিয়ারকে  

উল্লেখ্য, কেরিয়ারের শুরুতে প্যাটিনসন ছিলেন আগুন ঝরানো ফাস্ট বোলার। কিন্তু নিয়মিত চোটের প্রভাবে স্পিডস্টার গতি কমাতে বাধ্য হয়েছেন। তবুও ব্যাটসম্যানদের বিপদে ফেলার জন্য জন্য তাঁর সুইং ও বাউন্সই যথেষ্ট ছিল। তিনি অস্ট্রেলিয়ার হয়ে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন। তিনি ১৫টি ওয়ানডে এবং ৪টি টি -টোয়েন্টিতে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬ ও ৩।

এদিকে, প্যাটিনসন একটি সাম্প্রতিক কথোপকথনে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এবং ঘরোয়া ক্রিকেট উপভোগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। “আপনার বয়স বাড়ার সাথে সাথে সবচেয়ে কঠিন বিষয় হল নিজের ক্রিকেটকে উপভোগ করা। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলার যাবতীয় প্রচেষ্টা এক সময় এসে শেষ হয়ে যায়,” তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে বলেন।

প্যাটিনসনের অনুপস্থিতিতে মাইকেল নেসার, শন অ্যাবট ও মার্ক স্টেকেটির কাছে সুযোগ অ্যাশেজ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।