বাংলা

আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ

ট্রফির খরা কাটাতে বদ্ধপরিকর আরসিবি শিবির

Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore. (Photo Source: IPL/BCCI)

আসন্ন মরসুমে অধরা আইপিএল ট্রফিতে হাত রেখে ১৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর আশা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। গত বছরে তারা ফাইনালের এক ধাপ আগে বাদ পড়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে। লিগ পর্বে তারা খুব ধারাবাহিকভাবে পারফর্ম না করলেও ১৪টি ম্যাচের মধ্যে ৮টি জিতে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছিল।

এই মরসুমে আইপিএল আবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আয়োজিত হচ্ছে এবং বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির প্রত্যাবর্তন ঘটবে প্রায় চার বছর বাদে। আইপিএলের অন্যতম সমর্থকপুষ্ট দল আরসিবি এবং বেঙ্গালুরুর মাঠে ফিরে আসায় দল উজ্জীবিত থাকবে।

গত মরসুমের স্কোয়াডে খুব বেশী পরিবর্তন আনেনি আরসিবি। মোট পাঁচজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল আরসিবি, যার মধ্যে বিদেশী হিসেবে ছিলেন জেসন বেহ্‌রেনডর্ফ ও শেরফেন রাদারফোর্ড। মিনি নিলামে বিদেশীদের স্লট আরসিবি পূর্ণ করেছিল ইংল্যান্ডের দুই খেলোয়াড়কে দিয়ে – পেসার রিস টপ্লে ও অলরাউন্ডার উইল জ্যাক্স। যদিও চোটের কারণে জ্যাক্স ছিটকে গেছেন আসন্ন সংস্করণ থেকে এবং ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দল পরিবর্ত হিসেবে এনেছে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে।

শক্তি

আরসিবি আগের মরসুমের স্কোয়াডের বেশীরভাগ খেলোয়াড়কেই ধরে রাখাই দলের সদস্যরা আরসিবির সংস্কৃতির সম্বন্ধে সচেতন এবং এর ফলে সদস্যদের মধ্যে বোঝাপড়া বেশী থাকবে। জাতীয় দলের হয়ে না খেলা ভারতীয় খেলোয়াড়রাও যথেষ্ট অভিজ্ঞ কারণ অনেকেই দীর্ঘদিন আইপিএলে খেলেছেন। প্রথম একাদশের কোনো খেলোয়াড়ের ফর্ম না থাকলে বা চোট পেলে উপযুক্ত পরিবর্ত রয়েছে দলের কাছে।

দুর্বলতা

প্রথম একাদশের বেশ কিছু খেলোয়াড়ের চোট ভোগাতে পারে সঞ্জয় বাঙ্গারের প্রশিক্ষণাধীন দলকে। রজত পাটিদার ও জস হ্যাজেলউড প্রথম দিকের বেশ কিছু ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না বলে মনে হচ্ছে। এ ছাড়া শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় আরসিবি শিবিরে যোগ দেবেন টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরে।

সম্পূর্ণ স্কোয়াড

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, রজত পাটিদার, অনুজ রাওয়াত, আকাশ দীপ, জশ হ্যাজেলউড, মাহীপাল লোমরোর, ফিন অ্যালেন, সুয়শ প্রভুদেসাই, কর্ণ শর্মা, সিদ্ধার্থ কউল, ডেভিড উইলে, রিস টপ্লে, হিমাংশু শর্মা, মনোজ ভান্ডাগে, রাজন কুমার, অবিনাশ সিং, সোনু যাদব, মাইকেল ব্রেসওয়েল।

প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, রিস টপ্লে, মহম্মদ সিরাজ।

আইপিএল ২০২৩-এ আরসিবির সম্পূর্ণ সূচী

ম্যাচ নম্বর তারিখ ম্যাচ কেন্দ্র সময় (ভারতীয়)
এপ্রিল ২ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স বেঙ্গালুরু সন্ধ্যা ৭:৩০
এপ্রিল ৬ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতা সন্ধ্যা ৭:৩০
১৫ এপ্রিল ১০ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস বেঙ্গালুরু সন্ধ্যা ৭:৩০
২০ এপ্রিল ১৫ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস বেঙ্গালুরু দুপুর ৩:৩০
২৪ এপ্রিল ১৭ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরু সন্ধ্যা ৭:৩০
২৭ এপ্রিল ২০ পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোহালি দুপুর ৩:৩০
৩২ এপ্রিল ২৩ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস বেঙ্গালুরু দুপুর ৩:৩০
৩৬ এপ্রিল ২৬ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরু সন্ধ্যা ৭:৩০
৪৩ মে ১ লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লখনউ সন্ধ্যা ৭:৩০
৫০ মে ৬ দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি সন্ধ্যা ৭:৩০
৫৪ মে ৯ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুম্বাই সন্ধ্যা ৭:৩০
৬০ মে ১৪ রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়পুর দুপুর ৩:৩০
৬৫ মে ১8 সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
৭০ মে ২১ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স বেঙ্গালুরু সন্ধ্যা ৭:৩০