আরসিবি আনবক্স ইভেন্টে নতুন জার্সি প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২রা এপ্রিল অভিযান শুরু করবে আরসিবি
আপডেট করা - Mar 26, 2023 10:30 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণের মাত্র পাঁচ দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি আনবক্স ইভেন্টে তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। জার্সি প্রকাশের সময়ে অধিনায়ক ফাফ ডু প্লেসি ও সিনিয়র তারকা বিরাট কোহলি উপস্থিত ছিলেন। আসন্ন মরসুমে ফ্র্যাঞ্চাইজিটি তাদের প্রধান স্পন্সর হিসাবে কাতার এয়ারওয়েজকে ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত বছরের তুলনায় এবারে তারা টি-শার্টের প্যাটার্ন পরিবর্তন করেছে। এটি ছাড়া ডিজাইনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। দলের লোগোটি সোনালি রঙের এবং ট্র্যাক প্যান্টটি আবারও লাল রঙের রাখা হয়েছে।
আনবক্স ইভেন্টে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে সম্মানিত করেছে আরসিবি
জার্সি উন্মোচন ছাড়াও ভারতের টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ইতিহাসে আরসিবি তাদের দুই সেরা পারফর্মারকেও অভিনন্দন জানিয়েছে। ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে আরসিবি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২৬শে মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে উভয় বর্ষীয়ান ক্রিকেটারের পাশাপাশি এই মরসুমের পুরো স্কোয়াড ও সমর্থক স্টাফরা উপস্থিত ছিলেন। দলের সমর্থকরা তাঁদের অভ্যর্থনা জানিয়েছিলেন।
এর পাশাপাশি মাঠে নেমে খেলোয়াড়দের প্রশিক্ষণকে কাছ থেকে দেখার গৌরবময় সুযোগ পেয়েছিলেন সমর্থকরা। পরে, অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা হিয়েছিল। সমর্থকদের আবদার মেটাতে তিনি ছবি তুলেছিলেন এবং ভক্তদের জন্য অটোগ্রাফও স্বাক্ষর করেছিলেন।
দিনের শুরুতে কোহলিকে সমর্থকরা বিশাল উল্লাসের সঙ্গে স্বাগত জানিয়েছিলেন। কোভিড-১৯ মহামারীর কারণে সীমিত অঞ্চলের মধ্যে আইপিএল সীমাবদ্ধ থাকার পরে কোহলিরা প্রায় চার বছরে প্রথমবারের মতো আরসিবির জার্সি পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরে এসেছিলেন। কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের একে অপরের সঙ্গে দেখা করা এবং হাসাহাসি করার ভিডিওটি তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।