আসন্ন আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের শক্তি থেকে দুর্বলতা

Chennai Super Kings
Chennai Super Kings. (Image Source: IPL/BCCI)

কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে থেকেই সেরা ক্রিকেটারদের তুলে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। দলের বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা ভরানোই ছিল এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজির লক্ষ্য। গতবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংল। তারাও কিন্তু এই নিবামে খুব একটা বেশী পিছিয়ে ছিল না। একের পর এক তারকা ক্রিকেটারদের তুলে নিয়ে তারাও কার্যত সকলকে চমকে দিয়েছে। বেন স্টোকস এবারের আইপিএল নেই। সেই জায়গা ভরাট করাই ছিল চেন্নাই সুপার কিংসের প্রধান লক্ষ্য।

সেখানেই তারা তুলে নিয়েছিল শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারকে। এছাড়াও ড্যারিল মিচতেলের মতো তারকা কিউই ক্রিকেটার তারকাকে বার ১৪ কোটি কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবারও তারা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই নামতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল দলের তকমা রয়েছে চেন্নাই সুপার কিংসের।  এবারও যে তারা তাদের পারফরম্যান্সের ধারা বজায় রাখতে মরিয়া হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

শক্তি

ধারেভারে এবারও চেন্নাই সুপার কিংস কিন্তু শক্তিশালী দলের তকমা নিয়েই মাঠে নামতে চলেছে। তাদের দলেই রয়েছেন রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে এবং ড্যারিল মিচেলদের মতো তারকা ব্যাটাররা চেন্নাই সুপার কিংসের ব্যাটিংকে অনেকটাই শক্তিশালী বানাচ্ছে। সেইসঙ্গে তাদের বোলিংয়েও যথেষ্ট গভীরতা রয়েছে। দীপক চাহার, মথিসা পাথিরানাদের মতো পেসারের পাশাপাশি সেই দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, মহিশ থিকসানার মতো স্পিনার। সেইসঙ্গে সেখানে রয়েছেন এমএস ধোনি নিজে।

দুর্বলতা

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস যদি কোনও জায়গা নিয়ে সবচেয়ে বেশী চিন্তায় থাকে তবে সেটা হল তাদের ব্যাকআপ বোলিং নিয়ে। তাদের দলে দীপক চাহার, মথিসা পাথিরানাদের মতো পেসার থাকলেও, সেভাবে কোনওরকম ব্যাকআপ পেসার সেই দলে নেই। সেই দলে তুষার দেশপান্ডে অবশ্য রয়েছেন। গতবার ভাল পারফরম্যান্সও করেছেন তিনি। কিন্তু তঁর ধারাবাহিকতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। শার্দূল ঠাকুরও  বিভিন্ন সময় বেশ ব্যায় সাপেক্ষ বোলার হয়ে ওঠেন।

সুযোগ

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে গিয়েছেন রাচিন রবীন্দ্র। তিনি এবারের বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই তরুণ তারকা কিন্তু আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের তুরুপের তাস হয়ে উঠতেই পারেন।

চিন্তার কারণ

চেন্নাই সুুপার কিংসের কাছে অন্যতম একটা চিন্তার কারণ হতে পারে এবার এমএস ধোনি পুরোপুরি ফিটনেস না থাকাটা। গতবারই তাঁর হাঁটুতে সমস্যা ছিল। এখনও পর্যন্ত তিনি নাকি পুরোপুরি ১০০ শতাংশ ফিট নন। তেমনটা হলে এমএস ধোনি যদি চেন্নাইয়ের  সব ম্যাচে না খেলতে পারেন সেটা কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। ২০২২ সালে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল চেন্নাই সুপার কিংস।