আইপিএল ২০২৩, ম্যাচ ৭০: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

আগের ম্যাচে সেঞ্চুরি করা শুবমান গিলকে ফ্যান্টাসি একাদশে রাখতেই হবে

Shubman Gill
Shubman Gill. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার (২১শে মে) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৭০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ও গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে। আরসিবি ১৩ ম্যাচ খেলে সাতটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। জিটি নয়টি ম্যাচ জিতেছে এবং ইতিমধ্যেই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। আগের ম্যাচে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করে আরসিবি হারিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। হাইনরিখ ক্লাসেন হায়দ্রাবাদের হয়ে সেঞ্চুরি করে দলকে পাঁচ উইকেটে ১৮৬ রানে পৌঁছাতে সাহায্য করেছিলেন। তবে ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির জুটি প্রথম উইকেটে ১৭২ রান যোগ করে ম্যাচটি আরসিবির দিকে নিয়ে এসেছিল। কোহলি তাঁর ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি করেন এবং ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

জিটি তাদের গত ম্যাচে এই একই প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল এবং প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে ১৮৮ রান করেছিল। শুবমান গিল গতবারের চ্যাম্পিয়নদের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরির সৌজন্যে লড়াই করার মতো স্কোর খাড়া করেছিল জিটি। জবাবে এসআরএইচ ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান করতে পেরেছিল এবং ৩৪ রানে ম্যাচ হেরে ছিল। গত মরসুমে জিটি ও আরসিবি দুবার মুখোমুখি হয়েছিল। দুটি দলই একটি করে ম্যাচ জিতেছিল।

সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, মাইকেল ব্রেসওয়েল, সুয়াশ প্রভুদেসাই, কর্ণ শর্মা, ওয়েন পার্নেল, হার্শাল প্যাটেল, মহাম্মদ সিরাজ।

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ, মোহিত শর্মা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ফাফ ডু প্লেসি – অরেঞ্জ ক্যাপের অধিকারী তেরো ইনিংসে ৫৮.৫০ গড়ে ৭০২ রান করেছেন এবং সংগ্রহে রয়েছে আটটি হাফ-সেঞ্চুরি।

শুবমান গিল – ১৩ ইনিংস খেলে একটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরিসহ ৫৭৬ রান করেছেন ১৪৬.১৯ স্ট্রাইক রেটে।

বিরাট কোহলি – আরসিবির গত ম্যাচের নায়ক ১৩ ম্যাচে ৫৩৮ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে আছেন।

অলরাউন্ডার 

গ্লেন ম্যাক্সওয়েল – চলমান মরসুমে অন্যতম সেরা স্ট্রাইক রেট (১৮২.৬২) নিয়ে তেরো ম্যাচে ৩৮৯ রান করেছেন। অফ-স্পিন বোলিং করে ৩টি উইকেটও নিয়েছেন।

বোলার

মহম্মদ সিরাজ – ১৩ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় অষ্টম স্থানে আছেন।

রাশিদ খান – ১৩ ম্যাচ খেলে লেগ-স্পিনার ২৩ উইকেট নিয়েছেন এবং পার্পল ক্যাপ জয়ের অন্যতম দাবীদার।

উইকেটকিপার

ঋদ্ধিমান সাহা – ১৩২.৮৫ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেছেন এবং উইকেটকিপার হিসেবে ৭টি ক্যাচ ও ১টি স্টাম্প তাঁর দখলে রয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ঋদ্ধিমান সাহা, শুবমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (সহ-অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, ওয়েন পার্নেল, মহম্মদ শামি, মোহিত শর্মা, মহম্মদ সিরাজ।