কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার মনে করেন বিজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

রসিকতা করে বললেন ফাইনাল হারার ব্যাপারেও তাঁরা বেশ ধারাবাহিক

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

অনেক আশা নিয়ে ফাইনালে নামলেও দিনের শেষে হতাশায় ডুবল কলকাতা নাইট রাইডার্স। চতুর্থবারের জন্য আইপিএলের শিরোপা জিতল চেন্নাই সুপার কিংস কেকেআরকে ২৭ রানে হারিয়ে। তবে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি হাতছাড়া হওয়ার দুঃখ সমর্থকরা ভুলে সান্ত্বনা পেতে পারেন বিপক্ষ দলের অধিনায়কের একটি মন্তব্যে। চেন্নাইয়ের দাপুটে জয়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিমত, এবারের আইপিএলের যোগ্য দাবিদার ছিল ইয়ন মর্গ্যান, ভেঙ্কটেশ আইয়ারদের কলকাতা নাইট রাইডার্স।

ভারতে আয়োজিত আইপিএলের প্রথম পর্যায়ে খুব খারাপ শুরুর পরও সংযুক্ত আরব আমিরশাহীতে এসে কলকাতা নাইট রাইডার্স যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা রীতিমত অবিশ্বাস্য ও প্রশংসনীয়। টূর্নামেন্টের একটা সময় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রায় সব ম্যাচ জিততে হবে এমন পরিস্তিতি ছিল নাইটদের। সেই পরিস্থিতিতে অনবদ্য মনোবল ও লড়াকু পারফর্ম্যান্সে একের পর এক জয় তুলে নিতে থাকে কলকাতা।

এভাবে প্রত্যাবর্তন করা সত্যিই খুব কঠিন

লিগ পর্যায়ের শেষ ৭ ম্যাচে ৫টিতে জয় পেয়ে লিগ স্টেজ শেষ করে ১৪ পয়েন্টে। মুম্বই ইন্ডিয়ান্সের সাথে সমান পয়েন্ট হলেও নেট রান রেট অনেক উন্নত হওয়ায় প্লে-অফে জায়গা করে নেয় এসআরকের মালিকানাধীন দল। সেখানে পৌঁছেও তারা জয়ের ধারা অব্যাহত রাখে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে যথাক্রমে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লী ক্যাপিটালসকে পর্যুদস্ত করে স্থান পাকা করে ফাইনালে। 

চেন্নাই সুপার কিংসের হয়ে ফাইনাল জিতে ওঠার পরেও বিপক্ষ দলের নারায়ণ-চক্রবর্তীদের কৃতিত্ব দিতে ভুলেননি ধোনি। তিনি বলেন, “আমি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিছু কথা বলতে চাই। এভাবে প্রত্যাবর্তন করা সত্যিই খুব কঠিন একটা কাজ ছিল। আর সেটাই কলকাতা করে দেখিয়েছে।” 

তিনি আরো বলেন, “যদি কোনো দল এই আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার হয়, তাহলে সেটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স। কলকাতার কোচ, দল এবং সাপোর্ট স্টাফদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।” 

নিজের দলের ট্রফিজয়ী অভিযান প্রসঙ্গে বলার সময় তিনি সমগ্র দলকেই কৃতিত্ব দেন এবং সাফল্যের ভাগীদার হিসেবে মনে করেন। তিনি বলেন, “প্রত্যেকটা ম্যাচেই কেউ না কেউ ম্যাচ উইনার হয়ে সামনে এগিয়ে এসেছেন। প্রত্যেকটা ফাইনাল ম্যাচই যথেষ্ট স্পেশাল।” 

মুখে হাসি ধরে রেখেই বলে যান, “যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে বুঝতে পারবেন ফাইনাল হারার ব্যাপারেও আমরা যথেষ্ট ধারাবাহিক। তবে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দল কীভাবে কামব্যাক করছে, বিশেষ করে নক-আউট ম্যাচে।”