অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে এনসিএ-তে ডাকা হল হার্দিক ও সাদা বলের ফর্ম্যাটের বাকী খেলোয়াড়দের

শিবিরে ইতোমধ্যেই যোগ দিয়েছেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Hagen Hopkins/Getty Images)

সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ ভারতীয় দলের বেশ কিছু সাদা বলের ফর্ম্যাটের বিশেষজ্ঞকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফিটনেস এবং দক্ষতা শিবিরের জন্য তলব করা হয়েছে। টেস্ট স্কোয়াডের যেসব সদস্য ৫০ ওভারের ফর্ম্যাটের দলেরও অংশ, তাঁরা এই শিবিরের অংশ নন।

১লা মার্চ থেকে ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে বিরতি দেওয়া হয়েছে টেস্ট স্কোয়াডের সদস্যদের। ওডিআই স্কোয়াডের বাকিরা বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নেবেন এবং কঠোর ফিটনেস রুটিনের মধ্য দিয়ে যাবেন তাঁরা। ১৭ই মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল ইতোমধ্যেই শিবিরে যোগদান করেছেন।

প্রথম ওডিআইতে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া

“ফাস্ট বোলার উমরান মালিক ও সিনিয়র লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল ১৭ই মার্চ থেকে মুম্বাইয়ে ওডিআই লেগ শুরু হওয়ার আগে উচ্চমানের নেট সেশনের জন্য ইতিমধ্যেই বেঙ্গালুরুতে রয়েছে। তারা এনসিএ কোচদের তত্ত্বাবধানে সম্পূর্ণ ছন্দে বোলিং করার পাশাপাশি ফিটনেস প্রোগ্রামেও নিয়োজিত থাকবেন,” নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে।

হার্দিক পান্ডিয়া তাঁর বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় কয়েক দিন পরে শিবিরে আসবেন। এ ছাড়া ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুররাও শিবিরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ ও ২২শে মার্চ যথাক্রমে বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে।

ব্যক্তিগত কারণে রোহিত শর্মা ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অনুপস্থিত থাকায় হার্দিককে প্রথম ম্যাচে দলের অধিনায়কত্ব করতে হবে। ভারতের টি-২০ দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবারের জন্য জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন হার্দিক।

চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের বাইরে থাকার পরে শ্রেয়াস আইয়ার আবার জাতীয় দলে ফিরে এসেছেন। উল্লেখযোগ্য প্রত্যাবর্তন হয়েছে জয়দেব উনাদকাট ও রবীন্দ্র জাডেজার। প্রায় দশ বছর ওয়ানডে দলের বাইরে থাকা জয়দেব উনাদকাট ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, হাঁটুর চোট সারিয়ে টেস্ট দলে ফেরা রবীন্দ্র জাডেজা প্রায় ছয় মাস পরে ভারতের ওয়ানডে স্কোয়াডের অংশ হয়েছেন।

ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।