দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় ৪৪ দিন বায়ো-বাবলে কাটাতে হবে ভারতীয় ক্রিকেটারদের

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ভারতীয় দল রওনা হচ্ছে ১৬ই ডিসেম্বর

Team India (Photo Source: Twitter/BCCI)

ভারতীয় দল তিনটি টেস্ট এবং সমসংখ্যক ওডিআই খেলার জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে আগামী ১৬ই ডিসেম্বর। মুম্বই থেকে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার আগে ১২ই ডিসেম্বর তারা মুম্বইতেই চার দিনের কোয়ারেন্টাইনে থাকবে। এই সময় থেকে ধরলে ক্রিকেটারদের ৪৪ দিন সুরক্ষা বলয়ের মধ্যে কাটানোর কথে। 

৪৪ দিন সীমাবদ্ধ পরিবেশে থাকার ধকল সামলানো বড় চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয়দের জন্য 

১৫ জানুয়ারী টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত সমগ্র দলটিি একটি বায়ো-বাবলের মধ্যে থাকবে। টেস্ট দলের যেসব সদস্য ওয়ানডে সিরিজেও অংশ নেবেন, তাঁদের অতিরিক্ত আট দিন বায়ো-বাবলের মধ্যে কাটাতে হবে। ফলে তাঁদের মোট ৪৪ দিন এটি সীমাবদ্ধ পরিবেশের মধ্যে থাকতে হবে। 

বিসিসিআই সম্প্রতি সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী কয়েক দিনের মধ্যে ওয়ানডে স্কোয়াডের নাম ঘোষণা করা হতে পারে।

দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯-এর নতুন প্রকার ওমিক্রন আবিষ্কারের পর খেলোয়াড়দের বায়ো-বাবলের মধ্যে থাকার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব সিরিজের উপরও পড়েছে। আগে ঠিক ছিল টেস্ট সিরিজ শুরু হবে ১৭ই ডিসেম্বর। সপ্তাহ খানেক আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলছিল দক্ষিণ আফ্রিকার, যা মাখপথেই বাতিল করে দিতে হয়। এছাড়া জিম্বাবোয়েতে আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করা হয়েছে।  

ওমিক্রনের প্রকোপে প্রথমে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছিল। ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকা যেতে দেওয়া হবে কি না, সেই বিষয়ে অনিশ্চয়তা ছিল। পরিবর্তিত সূচী অনুযায়ী প্রথম টেস্টটি এখন সেঞ্চুরিয়নে হবে ২৬-৩০ ডিসেম্বর, তারপরে দ্বিতীয় টেস্ট ৩-৭ জানুয়ারী জোহানেসবার্গে এবং ১১-১৫ জানুয়ারী কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

পরবর্তী ওডিআই সিরিজ, যা একটি স্বতন্ত্র দ্বিপাক্ষিক ইভেন্ট হবে এবং আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়, ১৯শে জানুয়ারি পার্লে শুরু হবে, যা ২১শে জানুয়ারি কেপটাউনে ফাইনালের আগে দ্বিতীয় ওডিআই আয়োজন করবে। ২৩শে জানুয়ারী। মূল সময়সূচী অনুসারে, দলগুলির চারটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল, যদিও উভয় বোর্ড – বিসিসিআই এবং সিএসএ – পরবর্তী তারিখে সেগুলি পুনরায় নির্ধারণ করতে পারস্পরিকভাবে সম্মত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সফরসূচী

ম্যাচ তারিখ কেন্দ্র
প্রথম টেস্ট ডিসেম্বর ২৬-৩০ সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট জানুয়ারী ৩-৭ জোহানেসবার্গ
তৃতীয় টেস্ট জানুয়ারী ১১-১৫ কেপ টাউন
প্রথম ওয়ানডে জানুয়ারী ১৯ পার্ল
দ্বিতীয় ওয়ানডে জানুয়ারী ২১ পার্ল
তৃতীয় ওয়ানডে জানুয়ারী ২৩ কেপ টাউন