সমালোচনা চললেও এখনও অজিঙ্ক রাহানেকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট
আপডেট করা - Jan 12, 2022 3:17 pm

ওয়ান্ডারার্সে অর্ধশতরান পেলেও, কেপটাউনের পা রাখার পরই সেই চিত্রটা একই। আবারও ব্যাট হাতে চূড়া্ন্ত ব্যর্থ অজিঙ্ক রাহানে। প্রাক্তনরা তাঁর পারফরম্যা্ন্সে অসন্তুষ্ট হলেও, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও রাহানের ওপর ভরসা হারাচ্ছে না। তিনি যে এখনও সুযোগ পাবেন সে ব্যপারেও ইঙ্গিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। বড় রান আসছে না ঠিকই, কিন্তু শীঘ্রই নাকি সেই সমস্যাও কাটিয়ে ফেলতে পারবেন অজিঙ্ক রাহানে। আশাবাদী ভারতীয় দলের ব্যাটিং কোচ।
দীর্ঘ সমালোচনা, কটুক্তির মাঝে ওয়ান্ডারার্সে প্রথমবার অজিঙ্ক রাহানের ব্যাটে রানের ঝলক দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে প্রথম ইনিংসে পুজারার সঙ্গে ১১১ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। সেইসঙ্গেই ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন অজিঙ্ক রাহানে। এরপরই প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে তাদের নিয়ে প্রশংসাও শোনা গিয়েছিল।
কিন্তু সেই পরিস্থিতি বদলাতে কয়েকদিনই মাত্র সময় লাগল। কেপটাউনে প্রথম ইনিংসেই ফের ব্যর্থ রাহানে। প্রোটিয়া বোলারদের দাপটের সামনে মাত্র ৯ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর থেকেই ফের সমালোচকদের নিশানায় তিনি। কেপটাউন টেস্টই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট হওয়া উচিত্ বলে দাবী করতেও ছাড়েননি প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর।
এত সমালোচনা মাঝেও রাহানের পাশেই কিন্তু দাঁড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি আরও সুযোগ পাবেন, সে ব্যপারেও ইঙ্গিত ভারতীয় দলের তরফে। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে রাহানেকে এর পরেও একের বেশী সুযোগই দেওয়া হব। তাড়াহুড়োতে কোনও সিদ্ধা্ন্তই নেওয়া হবে না’।
এছাড়া তিনি আরও বলেন, রাহানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘শীঘ্রই তাঁর ব্যাট থেকে বড় রান আসতে চলেছে। আর তা নিয়েই আশাবাদী ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। এছাড়া এই সিরিজে কয়েকটা ভাল নক খেলেছেন রাহানে। নেটেও বেশ ভালভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাহানে। আমরা তাঁকে নিয়ে আশাবাদী’।
রাহানে ৯ রানে সাজঘরে ফেরার পরই তাঁর খেলার টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীর। প্রোটিয়াদের বিরুদ্ধে রাহানের খেলাক ধরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না এই প্রাক্তবন তারকা। ঠিক একইরকমভাবে রাহানের খেলা নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না সঞ্জয় মঞ্জেরেকরও। যদিও ভারতীয় দল অবশ্য এখনই বাইরের কথায় কান দিতে নারাজ। আপাতত রাহানের ওপর ভরসাই রাখছেন তারা। এখন শুধু দেখার এই ভরসার মর্যাদা রাহানে দিতে পারেন কিনা।