বিশ্বকাপে ভারতকে নিয়ে বিরাট মন্তব্য ইনজির

Inzamam ul haq and Indian Cricket Team
Inzamam ul haq and Indian Cricket Team. (Photo Source: Getty Images)

শুরুতেই যেভাবে টি-২০ বিশ্বকাপে অঘটন ঘটেছে, সেই দিক থেকে প্রথম দিন থেকেই যে এই টুর্নামেন্টে জমে গিয়েছে। তবে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। ইতিমধ্যেই বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখনও শুধু সময়ের অপেক্ষা। তবে ভারত যে ধারে ভারে অনেকটাই পাকিস্তানের চেয়ে এগিয়ে সে কথা অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন।

তবে ভারতকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল বলে মনে করছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইনজামামুল হক। নিজের ইউটিউব চ্যানেলে ইনজির দাবি, ‘কোনও টুর্নামেন্টে এটা নির্দিষ্ট করে বলা যায় না, কোন দল জিতবে। তবে কোন দলের জেতার কতটা সম্ভাবনা রয়েছে, সেটা আন্দাজ করা যায়। আমার মতে, এই টুর্নামেন্টে অন্য যে কোনও দলের চেয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। কারণ ওদের দলে অভিজ্ঞ টি -টোয়েন্টি প্লেয়ারও রয়েছে।’

অন্যদিকে, টি ২০ বিশ্বকাপে ভারতের টিম কম্বিনেশন কী হবে? এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ইতিমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টিম ইন্ডিয়ার ওপেনিং কম্বিনেশন নিয়ে স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। বিরাটের বক্তব্য, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।

তবে ২৪ অক্টোবর শুরু ভারতের টি ২০ বিশ্বকাপ অভিযান। সেই দিনই মাঠে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার।