সিরিজ হারের পরই একদিনের ফর্ম্যাটে শীর্ষস্থান হারাল ভারত

Indian ODI Team
Indian ODI Team. (Image Source: BCCI)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ফলাফলে জিততে পারলেও, সেই ধারা একদিনের সিরিজে ধরে রাখতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে হেরে একদিনের সিরিজও হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হারের সঙ্গেই আইসিসির একদিনের তালিকায় শীর্ষস্থানও হারাতে হয়েছে টিন ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে পারলেই সেই জায়গা ধরে রাখতে পারত ভারতীয় দল। কিন্তু ১-২ ফলাফলে সিরিজ হারের সঙ্গেই সেই জায়গা হারাতে হল টিম ইন্ডিয়াকে। মাত্র আড়াই মাসই শীর্ষস্থানে থাকতে পারল টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে যাত্রাটা জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচ থেকেই চিত্রটা বদলে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাথা তুলে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। সেই ম্যাচ জয়ের পরই সিরিজে সমতায় ফিরেছিল ভারতীয় দল। যদিও ভারতের সামনে নিজেদের জায়গা ধরে রাখার সুযোগ ছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেননি রোহিত শর্মারা। সেখানেই অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হারতে হয়েছিল ভারতীয় দলকে।

অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে ২১ রানে হেরে গিয়েছে ভারতীয় দল

নচুন বছরেই একদিনের ফর্ম্যাটে শীর্ষস্থানে উঠে এসেছিল ভারতীয় দল। ঘরের মাঠে বছরের শুরুতেই শ্রীলঙ্কা  এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। দুই সিরিজেই দুরন্ত পারকফরম্যান্স দেখিয়েছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ৩-০ হারিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা অব্যহত ছিল ভারতীয় দলের। ঘরের মাঠে ক্উই বাহিনীকে ৩-০ হারানোর পরই জানুয়ারী মাসে আইসিসির একদিনের ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিল টিম ইন্ডিয়া।

কিন্তু সেই জায়গা বেশী দিন ধরে রাখতে পারল না ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে লড়াইটা হাড্ডহাড্ডি হলেও শেষপর্যন্ত ২১ রানে হার মানতেই হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতের বিরুদ্ধে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। শুরু থেকেই ভারতের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য ছিল তাদের। যদিও কুলদীপ যাদবের দুরন্ত স্পিনের জাদুতে সেই লক্ষ্যপূরণ হয়নি অস্ট্রেলিয়ার। ২৬৯ রানেই থামতে হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

পাল্টা লড়াইটা ভারতীয় ব্যাটাররাও বেশ ভালভাবেই করেছিল। বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের পার্টনারশিপে একসময় ভারতীয় দলের জয়ের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। লোকেশ রাহুল এবং বিরাট কোহলি সাজঘরে ফেরার সঙ্গেই ভারতীয় দলের জয়ের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যায়। আর এই হারের সঙ্গেই শীর্ষস্থানও হারায় টিম ইন্ডিয়া।