পাকিস্তানের রেকর্ড ভেঙে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ টি২০ ম্যাচ জয়ের রেকর্ড ভারতের

India Beat Australia
India Beat Australia. ( Image Source: twitter/bcci )

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই প্রদর্শন করেছে ভারত। যে সিরিজের প্রথম ম্যাচেই হার দিয়ে আরকম্ভ হয়েছিল। রবিবার বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের দুর্ধর্ষ পারফরম্যান্সে সেই সিরিজই জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। আর অস্ট্রেলিয়াকে হারানোর মঞ্চেই রোহিত শর্মার ভারতীয় দবল আরেকটিও বিশ্বরেকর্ডও গড়েছে। টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও মাত দিয়েছেন রোহিত শর্মারা।

রবিবার  সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে সিরিজ জিততে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হত ভারতীয় দলকে। সেখানে চ্যালেঞ্জটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল ভারতীয়দলের সামনেও। কিন্তু বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের হাত ধরে শেষপর্যন্ত জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।  আর তাতেই রোহিত শর্মাদের সিরিজ জয়ও হয়ে গিয়েছিল। আর অস্ট্রেলিয়াকে হারানোর সঙ্গেই চির প্রতিদ্বন্দ্বীদেরও মাত দিয়েছে ভারতীয় দল।

এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ টি২০ ম্যাচ জয়ের রেকর্ড ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদেধে ২-১-এ টি টোয়েন্টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পরই এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচজয়ের রেকর্ড গড়েছে ভারতীয় দল। একবছরে ২১টি টি টোয়েন্টি জিতেছে টিম ইন্ডিয়া। এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিল পাকিস্তান। টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে ২০টি ম্যাচজয়ের রেকর্ড চিল তাদের। রবিবার অস্ট্রেলিয়াকে হারানোর পর সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

সেজন্যই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের আনন্দটা যে ভারতীয়দলের ক্রিকেটারদের মদ্যে এখন দ্বিগুন তা বলার অপেক্ষা রাখে না। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন  অধিনায়ক রোহিত শর্মা। সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু ভারতীয় দলের বিরুদ্ধে বড় রান গড়ে তুলেছিল। টিম ইন্ডিয়ার সামনে যে অস্ট্রেলিয়া এওকটাকঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতও সেই চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত ছিল। আর শেষ পর্যন্ত লড়াই করে অস্ট্রেলিয়াকে হারিয়ে  সিরিজ জয়ী টিম ইন্ডিয়া।

যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।  সেখান থেকেই দলের হাল ধরেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানের  পার্টনারশিপটাই যে ম্যাচের মোর সেদিন ঘুরিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলি করেছিলেন ৬৩ রনের ইনিংস। শেষপর্যন্ত মাঠে থেকে ভারতীয় দলের জয়টাও নিশ্চিত করে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে সূর্যেরও ছিল দাপুটে ইনিংস।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গেই পাকিস্তানের রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় দল। এবার সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের হারিেই এখন বিশ্বকাপের মঞ্চে যাওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া।