ভারত বনাম অস্ট্রেলিয়া: তৃতীয় ওডিআইতে বিশ্রাম দেওয়া হল শুভমন গিল এবং শার্দুল ঠাকুরকে
আপডেট করা - Sep 25, 2023 1:55 pm

২৭শে সেপ্টেম্বর, বুধবার, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে নামবে ভারত। আসন্ন এই ম্যাচটিতে শুভমন গিল এবং শার্দুল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারা গুয়াহাটিতে দলের সাথে যোগ দিতে পারেন। ৩০শে সেপ্টেম্বর, শনিবার, গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এটি হল ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের প্ৰথম প্রস্তুতি ম্যাচ।
শুভমন গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম দুটি একদিনের ম্যাচে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি প্ৰথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে একটি দুরন্ত শতরান করতে সক্ষম হয়েছিলেন। এই বছরে তিনি এখনও পর্যন্ত পাঁচটি শতরান করেছেন, যার মধ্যে দুটি শতরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে শতরান এসেছে। তিনি ২০টি ওডিআই ইনিংস খেলে ১২৩০ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৭২.৩৫ এবং ১০৫.০৩। এই বছর তিনি ওডিআই ফরম্যাটে এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন।
শার্দুল ঠাকুর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজটিতে একেবারেই ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। তিনি প্ৰথম দুটি ম্যাচ খেলে একটি উইকেটও শিকার করতে পারেননি। অন্যদিকে, তিনি একটি ম্যাচেও ব্যাট করার সুযোগ পাননি।
দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে পরাজিত করেছে ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তিন ম্যাচের ওডিআই সিরিজটি ইতিমধ্যেই নিজেদের নামে করেছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচটিতে ভারত অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান তুলতে সক্ষম হয়েছিল কেএল রাহুলের নেতৃত্বাধীন দল। শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার যথাক্রমে ৯৭ বলে ১০৪ রান এবং ৯০ বলে ১০৫ রান করেছিলেন। সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৭২ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন।
দ্বিতীয় ইনিংসের খেলায় বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩৩ ওভারে ৩১৭ রান করতে হত। তবে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল ২৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নিয়েছিলেন। ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবট যথাক্রমে ৩৯ বলে ৫৩ রান এবং ৩৬ বলে ৫৪ রান করতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন শ্রেয়াস আইয়ার।