আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ টিম প্রিভিউ – নামিবিয়া

সেরা চমক প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ডেভিড উইসা

Namibia Cricket
Namibia Cricket. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

দীর্ঘ ১৮ বছর পর আইসিসি আয়োজিত বিশ্বক্রিকেটের কোন টূর্নামেন্টে অংশগ্রহণ করছে নামিবিয়ার জাতীয় ক্রিকেট ক্রিকেট দল। দীর্ঘ ব্যবধানের পর ফিরলেও নামিবিয়া ক্রিকেট দলের অধিনায়কের বিশ্বাস তারা এই বিশ্বকাপ থেকেই নিয়মিতভাবে বৈশ্বিক টূর্নামেন্টে জায়গা করে নিতে থাকবেন।

২০০১ সালে কানাডায় অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে ২০০৩ ওয়ান ডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নামিবিয়া। ঐ বিশ্বকাপে সবকটি ম্যাচই হারে নামিবিয়া। পরবর্তী কালে আইসিসি আয়োজিত আর কোন বৈশ্বিক টুর্নামেন্টেই যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।

কোয়ালিফায়িং রাউন্ডে ভালো খেলার পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ আসে দলটির সামনে। নামিবিয়ার অধিনায়কের আশা প্রায় দু’দশক পর ফিরলেও তাঁদের আর যেন পেছনে ফিরে তাকাতে না হয় তা আশ্বস্ত করেছেন গেরহার্ড ইরাসমাস।

“বিশ্বকাপে যাওয়ার আগে একটি ইভেন্টে আমাদের ২০০৩ বিশ্বকাপ দলের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। খুবই আন্তরিকভাবে কথা বলেছেন। তিনি তাঁদের চেয়ে আমাদের এই দলকে ভালো আখ্যা দিয়েছেন যা কিনা আমাদের কাছে সম্মানের বিষয়। নামিবিয়া ক্রিকেটের জন্য ১৮ বছর অনেক লম্বা সময়। তবে আমরা আবারও মাঠে ফিরেছি, আশা করি তা আমরা ধরে রাখতে পারব।”

তবে বিশ্বকাপের প্রথম পর্ব উতরাতে কঠিন বাধা টপকাতে হবে নামিবিয়াকে। ‘এ’ গ্রুপে তাঁরা খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এই দলের কোচিং প্যানেলে রয়েছেন পিয়েরে ডি ব্রুইন। যিনি কিনা দায়িত্ব পালন করবেন নামিবিয়ার হেড কোচ হিসেবে। সহকারী কোচ হিসেবে রয়েছেন আরেক প্রোটিয়া অ্যালবি মর্কেল।

নামিবিয়ার স্কোয়াডে সবচেয়ে বড় চমক প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড উইসা। জাতীয় দলের পাশাপাশি আইপিএল, সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শক্তি

সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে উইসার উপস্থিতি। মোট ২৬৭টি টি-২০ ম্যাচে তিনি নিয়েছেন ২০৮টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ২৮৫৯ রান। তাঁর অপরিসীম অভিজ্ঞতা অনভিজ্ঞ নামিবিয়া দলের কাজে আসবে।

দুর্বলতা

দলটির দুর্বলতার জায়গা হতে পারে বোলিং। ২০টির বেশি উইকেট রয়েছে মাত্র তিন ক্রিকেটারের- ডেভিড উইসা, ফ্রাইলিঙ্ক ও বার্নাড শোল্টজের। তাই টূর্নামেন্টে টিকে থাকতে হলে এই তিন ক্রিকেটারের ভালো করার ছাড়া কোন উপায় নেই।

সম্ভাব্য স্থান

বড় কোন অঘটন ঘটাতে পারলে তবেই নামিবিয়া পরের পর্বে যেতে পারবে। চারটি দলের মধ্যে সবার নীচে শেষ করার সম্ভাবনাই বেশি।

ম্যাচের সময়সূচী

১৮ই অক্টোবর – বনাম শ্রীলঙ্কা , আবু ধাবি

২০শে অক্টোবর – বনাম নেদারল্যান্ডস, আবু ধাবি

২২শে অক্টোবর – বনাম আয়ারল্যান্ড, শারজা

বিশ্বকাপের জন্য নামিবিয়ার ১৫ সদস্যের স্কোয়াড

গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জে জে স্মিট (সহ-অধিনায়ক), ডেভিড উইসা, ইয়্যান ফ্রাইলিংক, কার্ল বারকেনস্টক, বেন শিকঙ্গো, বার্নার্ড শোল্টজ, ইয়্যান নিকোল লফটি-ইটন, ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফান লিংগেন, স্টেফান বার্ড, রুবেন ট্রাম্পেলমান, জেন গ্রিন, পিকি ইয়া ফ্রান্স, মিচাউ ডু প্রিজ, মাউরিশিয়াস গুপিটা (সংরক্ষিত খেলোয়াড়)।