এই অস্ট্রেলিয়া দলকে ভারতের থেকে দুর্বল বলেই মনে করছেন হরভজন সিং
আপডেট করা - Feb 19, 2023 9:55 pm

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে জয়। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়লেও, সামাল দিতে খুব একটা সম.য় লাগেনি ভারতীয় দলের। এই ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আড়াই দিনেই জয় চুলে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে তারা। ভারতীয় দলের এমন পারফরম্যান্স েদখার পরই বিরাট বার্তা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে এই অস্ট্রেলিয়া দল রোহিত শর্মার ভারতীয় দলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের রাশ কিন্তু অনেকটাই অস্ট্রেলিয়ার হাতেই ছিল। কিন্তু তৃতীয় দিনের প্রথম সেশনেই বদলে গিয়েছিল গোটা চিত্রটা। একা রবীন্দ্র জাদেজাই কার্যত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিল। তৃতীয় দিন একাই তিনি সাত উইকেট তুলে নিয়েচিলেন। আর সেটাই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় টেস্টও মাত্র আড়াই দিনেই জিতে নিয়েছে ভারতীয় দল।
টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে ২-০-এ পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া
এই ম্যাচের পরই দুই দল নিয়ে তূল্যমূল্য বিচার করতে শুরু করেছেন হরভজন সিং। তাঁর মতেই এই অস্ট্রেলিয়া দল নাকি রোহিত শর্মাদের এই ভারতীয় দলের বিরুদ্ধে জেতার ব্যপারে অনেকটাই পিছিয়ে রয়েছে। কেন এমনটা তিনি বলেছেন, সেই কারণও অবস্য দর্শিয়েছেন হরভজন সিং। তাঁর মতে সিরিজ শুরু আগে থেকেই ভারতের পিচ, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারকে নিয়ে বেশী ভয় পেতে আরম্ভ করেছিল এই অস্ট্রেলিয়া দল। আর তারই ফল নাকি এখন পাচ্ছেন তারা।
এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাতকারে হরভজন সিং জানিয়েছেন, “এই সিরিজ শুরু হওয়াকর আগেই নিজেদের মানসিকতা কলের প্রকাশ্যে এনে ফেলেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অশ্বিন এবং ভারতের পিচ নিয়ে শুরু থেকেই তারা যথেষ্ট চিন্তিত ছিলেন। নাগপুরে ম্যাচ শুরু হওয়ার আগেই তারা কার্যত ম্যাচ হেরে গিয়েছিলেন। আর প্রথম ম্যাচের সেই পারফরম্যান্সটাই তাদের আত্মবিশ্বাসের জন্য একেবারেই ভাল ছিল না। এমনকী দ্বিতীয় ম্যাচও আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে। তাদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরই জিজ্ঞাসা করা উচিত্ যে তারা কতটা ভাল খেলতে পেরেছে”।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে খুব একটা দূরে নেই ভারত। কিন্তু চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার সামনে। এই সিরিজে যদি তারা হোয়াইট ওয়াশ হয় এবং অন্যদিকে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ জিতে যায়, তবে অস্ট্রেলিয়ার কিন্তু ফাইনালে নামার সম্ভাবনা শেষও হতে যেতে পারে।