“অ্যামব্রোসের প্রতি আমার আর কোন সম্মান নেই”, প্রাক্তন ক্যারিবীয় পেসারের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন ক্রিস গেইল

অ্যামব্রোস মনে করেন আগের সেই ক্রিস গেইল এখন শেষ

Chris Gayle and Curtly Ambrose
Chris Gayle and Curtly Ambrose. (Photo Source: Getty Images)

কয়েকদিন আগে একটি রেডিও অনুষ্ঠানে অ্যামব্রোস বলেন যে, গেইলের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হয়নি। গত কয়েকটি হোম সিরিজে গেইলের ব্যাট থেকে খুব বেশি রান আসেনি বলেই এই দাবি করেন অ্যামব্রোস।

আর সেই ক্রিস গেইল নেই

তিনি বলেছিলেন, “আমার কাছে গেইল অটোম্যাটিক নির্বাচন নয়। গত কয়েকটি হোম সিরিজে ও তেমন কোনো রান করতে পারেনি। যদি সে হোম সিরিজেই ভালো খেলতে না পারে, তাহলে বিশ্বকাপে যাওয়ার দরকার নেই। নিজের দিনে সে ধ্বংসাত্মক ব্যাটার কিন্তু গত দেড় বছরে তার পারফর্ম দেখে আমি আশ্বস্ত হতে পারছি না যে, বিশ্বকাপে সে তেমন কিছু করতে পারবে।”

এছাড়া গেইলের বয়স নিয়েও খোঁচা দেন অ্যামব্রোস। তিনি বলেন, “এখনকার ক্রিস গেইল আর সেই ক্রিস গেইল নেই, যাকে আমরা বছরের পর বছর বিধ্বংসী ব্যাটিং করতে দেখেছি। তার বয়স এখন ৪২ বছর। তার প্রতিবর্তী ক্রিয়া অবশ্যই এখন কমে যাচ্ছে। তার হাত ও চোখ আর আগের মতো কো-অর্ডিনেট করে কাজ করে না। গেইল আর সেই আগের মতো জাদু দেখাতে পারে না।”

অ্যামব্রোসের এমন অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ৪২ বছর বয়সী ‘ইউনিভার্স বস’ গেইল। আরেকটি রেডিও অনুষ্ঠানেই অ্যামব্রোসের কথার জবাব দেন তিনি। তাই এখন আর অ্যামব্রোসের প্রতি কোনো শ্রদ্ধাবোধও তার নেই বলে জানান গেইল।

গেইল বলেন, “আমি আপনাকে ব্যক্তিগতভাবেই বলছি, আপনি কার্টলি অ্যামব্রোসকে বলে দেবেন যে, ইউনিভার্স বস ক্রিস গেইলের কাছে তাঁর জন্য কোনো শ্রদ্ধাবোধ নেই। আমি যখন ওয়েস্ট ইন্ডিজে যোগ দিয়েছিলাম, তখন তাঁকে খুবই শ্রদ্ধা করতাম। তবে এখন আমি মন থেকেই বলছি। আমি জানি না কী ঘটেছে, তবে অবসরের পর থেকেই তিনি আমার বিরুদ্ধে কথা বলেন।”

গেইল দাবি করেন, নজরকাড়ার জন্য অ্যামব্রোস এমন আপত্তিকর মন্তব্য করেছেন। গেইল বলেন, “আমি জানি না যে আসলেই তিনি নজরকাড়ার জন্য এসব নেতিবাচক মন্তব্য করেন কিনা। তবে তিনি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং তিনি মনোযোগ আকর্ষণ করাতে চাইছিলেন, আমি তাকে তা দিলাম।”

অ্যামব্রোসের সাথে আমার সব শেষ

ইউনিভার্স বস জানান অ্যামব্রোসের সাথে আবার দেখা হলে তিনিও তাকে পরামর্শ দিবেন নেতিবাচক কথা বলা বন্ধ করে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন জানাতে।  

গেইলের আরো বলেন, “অ্যামব্রোসের সাথে আমার সব শেষ। অ্যামব্রোসের প্রতি আমার আর কোন সম্মান নেই। আবার যখনই তার সাথে দেখা হবে, আমি তাকে বলবো যে, নেতিবাচক কথাবার্তা ছড়ানো বন্ধ করুন এবং বিশ্বকাপে দলকে সমর্থন করুন। এই দলটা নির্বাচন করা হয়েছে এবং প্রাক্তন খেলোয়াড়দের সমর্থনের প্রয়োজন আমাদের আছে।”

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড : কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়েন ব্রাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লিউইস, ওবেদ ম্যাককয়, রবি রামপাল, ওশেন টমাস, হেডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।