পরবর্তী ম্যাচ থেকেই ডুপ্লেসির নেতৃত্বে ফেরা নিয়ে আশাবাদী বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: BCCI/IPL)

২০২১ সালেই দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চ থেকেও নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। ২০২২ সাল থেকে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়কের নাম ফাফ ডুপ্লেসি। ২০২৩ সালের আইপিএলেও এই তারকা ক্রিকেটারের ওপরই দায়িত্ব রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর নেতৃত্বের দায়িত্ব। কিন্তু শেষ তিন ম্য়াচে্উ যেন হঠাত্ বদলে গিয়েছে চিত্রটা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে তাঁর হাত ধরে জয়ের রাস্তাতেও ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কিন্তু পরপর তিন ম্যাচে বিরাট কোহলিকে নেতৃত্বের দায়িত্বে দেখার পর থেকেই একটা গুঞ্জনও কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আবারও কী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তবে কী ফের একবার বিরাট কোহলিরপ মাথায় দেখা যাবে নেতৃত্বের মুকুট। েমন আভাসটা বোধহয় তিনিও পেয়েছিলেন। সেজন্য কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস করার সময়ই সমস্ত জল্পনার অবসান তিনি ঘটিয়েছেন। পরবর্তী ম্যাচ থেকেই ফাফ ডুপ্লেসির নেতৃত্বে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট কোহলি।

পরপর তিন ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে বিরাট কোহলি

শেষ তিন ম্যাচেই বিরাট কোগলিকে রয়্যাল  চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দিতে দেখা গিয়েছে।  যদিও কেন এমনটা হয়েছে তা বিরাট কোহলি গত ম্যাচেই জানিয়েছিলেন। পরপর এই তিন ম্যাচেই ফাফ ডুপ্লেসিকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলানো হয়েছিল। অর্থাত্ পুরো ম্যাচ পাফ ডুপ্লেসি খেলেননি। ব্যাটিংয়ের সময়ই ডুপ্লেসিকে ইমপ্যাক্ট ব্যাটার হিসাবে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই জন্যই যে বিরাট কোহলির কাঁধে সেই নেতৃত্বের দায়িত্ব উঠেছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও বিরাট কোহলিকে অধিনায়কত্ব করতে হতে পারে এমনন কথা নাকি ম্যানেজমেন্টের তরফে আগেই জানিয়ে রাখা হয়েছিল।

তবে বিরাট কোহলির যে এই দায়িত্ব পাকাপাকিভাবে নেওয়ার কোনও সম্বাবনা নেই, সেই কথা কেকেআরের বিরুদ্ধে নেমেই বুঝিয়ে দিয়েছেন তিনি। পরবর্তী ম্যাচ থেকেই ফাফ ডুপ্লেসির নেতৃত্বের ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা অবশ্যই অপ্রত্যাশিত, তবে এই দায়িত্ব সবসময় আমার নয়। এই ম্যাচে আবারও ফাফ ডুপ্লেসি ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলছেন। আমি আশাবাদী পরের ম্যাচ থেকেই তিনি নেতৃত্বে ফিরবেন”।

২০২১ সালে আইপিএলের দ্বিতীয় পর্বের সময়ই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। নিজের পারফরম্যান্সের ওপর বাড়তি নজর দেওয়ার জন্যই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। ২০২২ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্বে এসেছেন ফাফ ডুপ্লেসি।