ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালিস্টদের বেছে নিলেন ডেল স্টেইন
আপডেট করা - Sep 27, 2023 8:55 pm
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেল স্টেইন এই টুর্নামেন্টের ফাইনালিস্টদের বেছে নিয়েছেন। তিনি আশা করছেন যে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে উঠতে পারে। সম্প্রতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজটির প্ৰথম দুটি ম্যাচে জয় পেয়েছিল। এরপর টানা তিনটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের নামে করেছিল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল।
ডেল স্টেইন বলেছেন যে হৃদয় চাইছে দক্ষিণ আফ্রিকা আসন্ন বিশ্বকাপের ফাইনালে খেলুক, কিন্তু তার মনে হচ্ছে ভারত এবং ইংল্যান্ড ফাইনালে খেলবে। ১৯শে নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্টার স্পোর্টসে ডেল স্টেইন বলেন, “এটা কঠিন বিষয়, আপনি জানেন যে আমার হৃদয় চায় দক্ষিণ আফ্রিকা ফাইনালে যাক। আমি তাদের ফাইনালে দেখতে চাই, আমাদের দলের অনেক খেলোয়াড়রাই আইপিএলে খেলে, তারা ভারতে নিয়মিত খেলে। তারা ডেভিড মিলার এবং হেনরিখ ক্লাসেনের মতো লোককে পেয়েছে যারা সেখানকার পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে শুরু করেছিল এবং সেখানে ভালো ব্যাটিং করেছিল। তারপরে, কাগিসো রাবাডা আছেন যিনি অনেকদিন ধরে সেখানে বোলিং করছেন এবং তাদের অনেক সিনিয়র খেলোয়াড়রা সেখানে প্রচুর ক্রিকেট খেলেছেন। তাই আমি মনে করি যে তাদের সেই খেলোয়াড়দের নিয়ে ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে।”
“আমার মনে হচ্ছে ফেভারিট সম্ভবত ভারত হবে” – ডেল স্টেইন
ডেভিড মিলার এবং হেনরিখ ক্লাসেন খুব ভালো ফর্মে রয়েছেন। তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তারা জাতীয় দলের হয়েও ভালো খেলছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তারা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
ডেল স্টেইন যোগ করেছেন, “আমার মনে হচ্ছে ফেভারিট সম্ভবত ভারত হবে, আমার মনে হচ্ছে ভারত ফাইনালিস্টদের একজন হতে চলেছে এবং সম্ভবত ইংল্যান্ড তাদের বিরুদ্ধে খেলবে। কিন্তু আমার মন বলতে চায় যে দক্ষিণ আফ্রিকা এবং ভারত খেলুক, কিন্তু আমার মনে হচ্ছে ভারত ও ইংল্যান্ড সেখানে থাকবে।”
৭ই অক্টোবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করবে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল। এই টুর্নামেন্টটিতে তাদের ফলাফল কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।