বিশ্বকাপের মঞ্চে রানে ফিরে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌর, এবার সামনে ইংল্যান্ড
আপডেট করা - Mar 15, 2022 7:41 pm

বিশ্বকাপের মঞ্চেই বড় রানে ফিরেছেন হরমনপ্রীত কৌর। বহুদিন পর সেঞ্চুরীও পেয়েছেন তিনি। আর তাতেই আপ্লুত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর এই পারফরম্যান্সের ধারাই এবার বিশ্বকাপের মঞ্চে এগিয়ে নিয়ে যেতে চান হরমনপ্রীত কৌর। একটা সেঞ্চুরীই যেন এখন তাঁর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বধের পর এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে রয়েছে ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নদের হারানোর জন্য প্রস্তুত রয়েছেন হরমনপ্রীত কৌর।
ভারতীয় মহিলা দলের হয়ে একদিনের ক্রিকেটে এই মুহূর্তে চারটি শতরানের মালিক তিনি। যারমধ্যে দুটোই রয়েছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্ব ক্রিকেটের মঞ্চে তিনিই একমাত্র মহিলা ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে দুটো সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন। কিন্তু সেই হরমনপ্রীতেরই সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না। এমকী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে চতুর্থ ম্যাচে বসিয়েও দেওয়া হয়েছিল। সেই হরমনপ্রীতই জ্বলে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ বধের প্রধান কারিগড়ও তিনি।
এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচেও তাঁর পারফরম্যান্সের ধারা অব্যহত রাখতে মরিয়া ভারতের এই তারকা ক্রিকেটার। যাঁকে একসময় দলে রাথা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল, সেই হরমনপ্রীতই দুর্ধর্ষ কামব্যাক করেছেন বিশ্বকাপের মঞ্চে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে একমাত্র সফল ব্যাটার ছিলেন তিনি। সেই ম্যাচে করেছিলেন ৭১ রান। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৯ বলে ১০৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তাটা গড়ে দিয়েছিলেন হরমনপ্রীত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের চতুর্থ শতরান পেয়েছেন হরমনপ্রীত কৌর
এই সাফল্যের পর হরমনপ্রীত জানিয়েছেন, “বড় প্রতিযোগিতা সবসময়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর সেখানে ভাল পারফরম্যান্স করাটাও অন্যতম গুরুত্বপূর্ণ। দলের জন্য যেমন দায়িত্ব নিতে হবে, তেমনই নিজের পারফরম্যান্স দেখাতে হবে”।
হরমনপ্রীত আরও জানিয়েছেন নিজের পারফরম্যান্স প্রসঙ্গ , “আমি সবসময়ই আমার দলের জন্য সেরাটা দিতে চাই। কিন্তু কখনও কখনও সবকিছু ঠিকঠাকভাবে সব সময় হয় না। তবে একটা কথা আমি সকলকে দিচ্ছি, যখনই বিশ্বকাপের মঞ্চে আমি খেলব, সেই সময়ই নিজের সেরা পারফরম্যান্সই দেব”।
এই মুহূর্তে বিশ্বকাপের দ্রুপ পর্বের ৩ ম্যাচের মধ্যে দুটিতে জিতে তিন নম্বরে রয়েছে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে জিতে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। মাঝে নিউ জিল্যান্ডের কাছে হারলেও, পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেছেন মিতালী রাজরা। এবার সামনে ইংল্যান্ড। সেই ম্যাচেও নামার আগে আত্মবিশ্বাসী হরমনপ্রীক কৌর।