হার্দিক পান্ডিয়ার স্পিন খেলার দক্ষতার প্রশংসা করলেন রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Sep 6, 2023 11:03 pm

অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন হার্দিক পান্ডিয়ার স্পিন খেলার দক্ষতার প্রশংসা করেছেন। অশ্বিন মনে করছেন যে গুজরাট টাইটান্সের (জিটি) অধিনায়ক হওয়ার পর হার্দিকের ফিনিশার থেকে টপ অর্ডার ব্যাটারে রূপান্তর অসাধারণ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে অভিষেক করেছিলেন হার্দিক পান্ডিয়া। এমআইয়ের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করতেন তিনি। তবে আইপিএল ২০২২-এ তিনি অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্স দলে যোগ দেন এবং তারপর থেকেই তিনি টপ অর্ডারে ব্যাটিং করা শুরু করেন। এই পজিশনে তিনি যথেষ্ট সফলতাও অর্জন করেছেন।
রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেন, “আমি হার্দিক সম্পর্কে এটি লক্ষ্য করেছি। যখন সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিল, তখন সে শুধুমাত্র ফিনিশারের ভূমিকায় অধিষ্ঠিত ছিল। সে ১৫, ১৬ বা ১৭ তম ওভারে ব্যাট করতে আসত। কিন্তু যে মুহুর্তে সে অধিনায়ক হয়েছিল এবং গুজরাট টাইটান্সে এসেছিল, সে ৩ নম্বরে ব্যাটিং করা শুরু করেছিল। হার্দিক স্পিনের বিরুদ্ধে খুব পরিষ্কার স্ট্রাইকার।”
“তবে স্পিনের বিরুদ্ধে তার ব্যাটিং অসাধারণ ছিল” – রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন হার্দিক পান্ডিয়া স্লগ সুইপ এবং প্রচলিত সুইপ শটগুলির কার্যকারিতার কথা উল্লেখ করেছেন। তিনি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পান্ডিয়ার প্ৰথম টেস্ট শতরানের কথা স্মরণ করেছেন এবং বলেছেন যে তিনি সুইপ শটগুলি কার্যকরভাবে ব্যবহার করেছিলেন।
রবিচন্দ্রন অশ্বিন বলেন, “আমি একথা বলছি না যে সে ফাস্ট বোলিং বা অন্য কিছুর বিরুদ্ধে সমস্যায় পড়ে। তার কাছে স্লগ সুইপ রয়েছে। তার পাশাপাশি প্রচলিত সুইপও রয়েছে। আসলে আমার মনে আছে হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলেতে একই মাঠে তার প্রথম টেস্ট শতরান করেছিল। সেই ম্যাচেও সেই সুইপ শট সে দেখিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ আপনাকে বলবেন যে আপনি যদি তাকে লেগ-স্পিন বল করেন তবে তিনি আউট হতে পারেন। তবে স্পিনের বিরুদ্ধে তার ব্যাটিং অসাধারণ ছিল।”
এশিয়া কাপ ২০২৩-এর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তিনি ৭টি চার এবং ১টি ছয় সহ ৯০ বলে ৮৭ রান করেছিলেন। তার এবং ইশান কিষানের মধ্যে হওয়া ১৩৮ রানের দারুণ পার্টনারশিপটির জন্যই ভারত ২৬৬ রানে পৌঁছতে পেরেছিল। আসন্ন ম্যাচগুলিতে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।