এশিয়া কাপের আগে চার নম্বর পজিশন নিয়ে বিশেষ বার্তা রাহুল দ্রাবিড়ের
আপডেট করা - Aug 29, 2023 4:06 pm
ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে বহুদিন ধরেই নানান আলোচনা চলছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্.ন্ত তী হয় তা তো সময়ই। এই মুহূর্তে ভারতীয় দলের চার নম্বর পজিশনে কাকে খেলানো হবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ভারতের চার নম্বর পজিশনে কাদের খেলানো হবে তা কানি প্রায়দেড় বছর আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে।
লোকেশ রাহুলকেই ভারতের ওডিআই ও টি টোয়েন্টি ফর্ম্যাটেবারবার চার নম্বরে খেলতে দেখা গিয়েছে। এই এশিয়া কাপের মঞ্চেও যে তিননিই সেই দায়িত্ব পালন করবেন তা বলার অপেক্ষা রাখে না। আবার স্রেয়স আইয়ারকেও দেখা গিয়েছে সেই ভূমিকায়। সরাসরি না বললেও রাহুল দ্রাবিড়ে যে এই দুই তারকা ক্রিকেটারের কথাই বলছেন তা বলার অপেক্ষা রাখে না।
চার নম্বর পজিশনে শ্রেয়স আইয়ারই এগিয়ে রয়েছেন
যদিও এশিয়া কাপের প্রথমদুই ম্যাচে খেলবেন লোকেশ রাহুল। চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। সেইউ জায়গায় সরাসরি না বললেও শ্রেয়স আইয়ারই যে খেলতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই ভারতীয় দল প্রস্তুতি চালাচ্ছে। লোকেস রাহুল ও শ্রেয়স আইয়ারকে দিয়েই যে চার ও পাঁচ নম্বর পজিষনের অভাব যে ভারতীয় দল পূরণ করার ছক কষে ফেলেছে তা রাহুল দ্রাবিড়ের কথার ইঙ্গিতেই স্পষ্ট। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে সেই বার্তাই দিয়ে গেলেন রাহুল দ্রাবিড়।
তিনি জানিয়েছেন, “পরীক্ষা নীরিক্ষা এই শব্দটা নিয়ে বহু কথাবার্তা চলছে সম্প্রতি। আমরা শুধুমাত্র পরীক্ষা করার জ্ন্যই পরীক্ষা করছি না। কখনোও কখনোও সেখানে একটা যথার্থ কারণ থাকে যে কেন পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে। তারই একটা উদাহরন হিসাবে বলা যায় যে চার ও পাঁট নম্বর পজিশন নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। সেখানে এমন একটা ভাব তৈরি হয়েছে যে আমাদের কাছেই নাকি স্পষ্ট নয় যে সেই জায়গায় কাদের আমরা খেলাবো। আমি দেড় বছর আগেই বলতে পারতাম যে কে আমাদের চার ও পাঁচ নম্বর পজিশনে খেলবেন। সেটা লোকেস রাহুল , শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ, এই তিনজনের মধ্যেই কেউ একজন হতে পারত”।
আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের এসিয়া কাপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। সেখানেই লোকেশ রাহুল নেই। এএকইসঙ্গে ঋষভ পন্থও নেই। শ্রেয়স আইয়ারই যে সেই জায়গায় খেলতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।