হাফ সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়ে অলরাউন্ডারদের একটি অভিজাত তালিকায় নাম লেখালেন হার্দিক পান্ডিয়া

বোলার হিসেবে ডট বল বেশী করার দিকে নজর হার্দিকের

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Matthew Lewis/Getty Images)

হার্দিক পান্ডিয়া বর্তমানে তাঁর ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা পর্ব উপভোগ করছেন। এই বছরের শুরুর দিকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাবের পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসেন এবং তারপর থেকে অনবদ্য ফর্মে আছেন। আইপিএল ২০২২-এ নেতৃত্বের ভূমিকা নেওয়ার পর থেকে অনেক বেশী দায়িত্ব নিয়ে খেলছেন এবং আরও ধারাবাহিক হয়েছেন।

আয়ারল্যান্ডে ২-০ টি-২০ সিরিজ জয়ে সফলভাবে অধিনায়কত্ব করেছিলেন ভারতীয় দলের। পরে ইংল্যান্ডে ২০১৪ সালের পর মেন ইন ব্লু তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয় অর্জন করার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অবদান রাখেন হার্দিক। ম্যাঞ্চেস্টারে সিরিজের শেষ ম্যাচে অলরাউন্ডার প্রথমে বল হাতে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর ছয়ে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছন এবং ৫৫ বলে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

সাদা বলের ক্রিকেট আমার খুব কাছের ফর্ম্যাট: হার্দিক পান্ডিয়া

ওল্ড ট্র্যাফোর্ডের পিচকে কাজে লাগিয়ে হার্দিক নিয়মিত শর্ট বল করতে থাকেন এবং সেই ফাঁদে পড়ে ইংল্যান্ডের ব্যাটারদের কখনও ব্যাটের টপ এজে বল লাগল তো কখনও ডিপে ক্যাচ দিয়ে বসলেন। যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ভারত বিপদে ছিল। কিন্তু সেই চাপের পরিস্থিতিতেও নিজের আগ্রাসী ব্যাটিং প্রবৃত্তিকে দমিয়ে রাখেননি তিনি এবং ইনিংস জুড়ে ১০টি চার মারেন।

নির্ধারক ম্যাচে তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সের সৌজন্যে হার্দিক দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই কোন নির্দিষ্ট ম্যাচে ৪ উইকেট ও হাফ সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন। এর আগে কেবল পাকিস্তানের মহম্মদ হাফিজের এই কৃতিত্ব ছিল।

ভারতীয় অলরাউন্ডার ওডিআইতে ভারতের হয়ে ৫০-এর বেশি রান এবং ৪ বা তার অধিক উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার হয়েছেন। এর আগে এই কীর্তি অর্জন করেছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং।

খেলোয়াড় রান বোলিং পরিসংখ্যান প্রতিপক্ষ কেন্দ্র বছর
কৃষ্ণমাচারী শ্রীকান্ত ৭০ ৫/২৭ নিউজিল্যান্ড বিশাখাপত্তনম ১৯৮৮
সচিন তেন্ডুলকার ১৪১* ৪/২৮ অস্ট্রেলিয়া ঢাকা ১৯৯৮
সৌরভ গাঙ্গুলী ১৩০* ৪/২১ শ্রীলঙ্কা নাগপুর ১৯৯৯
সৌরভ গাঙ্গুলী ৭১* ৫/৩৪ জিম্বাবোয়ে কানপুর ২০০০
যুবরাজ সিং ১১৮ ৪/২৮ ইংল্যান্ড ইন্দোর ২০০৮
যুবরাজ সিং ৫০* ৫/৩১ আয়ারল্যান্ড বেঙ্গালুরু ২০১১
হার্দিক পান্ডিয়া ৭১ ৪/২৪ ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার ২০২২

ওডিআই সিরিজ জুড়ে ব্যাট ও বল হাতে ধারাবাহিক সাফল্যের জন্য হার্দিক পান্ডিয়া প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। “সাদা বলের ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যা আমার খুব কাছের। আমরা সবাই জানি ইংল্যান্ড কতটা ভালো দল। আমাদের জন্য, একটি দল হিসাবে, এখানে ভালো খেলা গুরুত্বপূর্ণ ছিল। আমরা কী বোলিং করব তার পরিকল্পনা নির্ধারণ করা এবং তা কার্যকর করা জরুরী ছিল। রান থামানো এবং যত বেশি ডট বল করা আমার জন্য গুরুত্বপূর্ণ,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় পান্ডিয়া বলেছেন।

“আমি সবসময় অনুভব করি যে আমি একজন বোলার হিসেবে নির্লজ্জ। আমি কত রান দিচ্ছি তা নিয়ে চিন্তা করি না। আমরা সবাই জানি তার (পান্ত) কী প্রতিভা আছে। আজ সে পরিস্থিতি অনুযায়ী খেলছে। পার্টনারশিপটি আমাদের জন্য খেলা পরিবর্তন করে দিয়েছিল এবং সে যেভাবে খেলাটি শেষ করেছিল তাও বিশেষ ছিল,” তিনি যোগ করেছেন।