হার্দিক কি আদৌ ফিট ? পড়ুন বড় আপডেট

Hadrik Pandya
Hadrik Pandya . (Photo by Francois Nel/Getty Images)

১২-১। অন্তত এই পরিসংখ্যানটা বাস্তবে পরিণত হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স আতস কাচের তলায়। বিশ্বকাপে কোনও দিন পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। এই তকমাটা সরে গিয়েছে রবিবারের ম্যাচের পর। এবং পাকিস্তান ম্যাচে জঘন্য হারের পর কেন হার্দিক পাণ্ডিয়াকে খেলানো হলো সেই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো আদৌ কি হার্দিক পাণ্ডিয়া ফিট ?

তবে এর মধ্যে হার্দিক পাণ্ডিয়ার যে রিপোর্ট শোনা যাচ্ছে তাতে কিছুটা হলেও স্বস্তির। হার্দিক পান্ডিয়ার কাঁধের চোট নিয়ে সেভাবে চিন্তার কিছু নেই। কারণ তাঁর স্ক্যান রিপোর্টে কিছু পাওয়া যায়নি৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, হার্দিক পান্ডিয়া এবং টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, হার্দিক পান্ডিয়া এখন অনেকটাই সুস্থ ৷ তাঁর স্ক্যান রিপোর্টে সেভাবে কিছুই পাওয়া যায়নি ৷ বিশ্বকাপের মঞ্চে কোনওপ্রকার ঝুঁকি না নিয়ে স্ক্যান করা হয়েছিল হার্দিকের কাঁধের ৷ কিন্তু রিপোর্ট নর্মালই এসেছে ৷

টি২০ বিশ্বকাপে সবেমাত্র একটা ম্যাচ খেলেছে ভারত ৷ এই অবস্থায় কোনওপ্রকার ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভালোমতোই ব্যথা কাঁধে অনুভব করেছিলেন হার্দিক ৷ ব্যাটিং করলেও বল করতে পারেননি তিনি ৷ তবে আপাতত যা খবর, তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার্দিকের খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয় ৷

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৯তম ওভারের তৃতীয় বলে শাহিন আফ্রিদির বাউন্সারে হুক করতে যান হার্দিক। বল তাঁর কাঁধে লাগে। ভালোমতোই ব্যথা অনুভব করেন। কিন্তু তা নিয়েই পরে আরও পাঁচটি বল খেলেন তিনি। শেষ ওভারে আউট হন। হ্যারিস রউফের স্লোয়ার বলে সোজা মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হার্দিক পান্ডিয়া।