করোনায় আক্রান্ত হরভজন সিং, কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি
আপডেট করা - Jan 21, 2022 7:28 pm

লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার কথা থাকলেও, এখনই খেলতে পারবেন হরভজন সিং। এবার করোনার হানা ভাজ্জির পরিবারেও। কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং। শুধু তিনি একাই নন, করোনায় আক্রান্ত তাঁর স্ত্রী গীতা বাসরাও। তবে অবস্থা স্থীতিশীলই রয়েছে তাদের। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন হরভজন সিং। তাঁক দ্রুত আরোগ্য কামনায় সকলে।
শুক্রবার সকাল থেকেই হরভজন সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও তিনি যে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিতভাবে কেউই বলতে পারছিলেন না। সবকিছুই লোকের নজরে এসেছিল ভাজ্জির স্ত্রী গীতা বাসরার একটা টুইট থেকে। যেখানে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন গীতা বাসরা। সেখানে তিনি লেখেন, এইঅ দু বছর বেঁচে গেলেও, এবার আর রেহাই পাওয়া গেলনা। আমরাও এবার করোনার কবলে।
আর সেই পোস্ট দেখার পর থেকেই শুরু হয়ে যায় নানান গুঞ্জন। তবে কী হরভজন সিংও করোনায় আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই টুইট করে সেই সংশয় নিজেি দূর করে দেন হরভজন সিং। টুইটারেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সকলকে দেন ভারতীয় দলের প্রাক্তন তারকা স্পিনার। আর এই খবর দেখার পর থেকেই খানিকটা উদ্বেগে রয়েছেন হরভজন প্রেমীরা।
টুইটারে হরভজন লেখেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে মৃদু উপসর্গ ছিল আমার। আমি নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সমস্তরকম ব্যবস্থা নিচ্ছি। আর এই কদিনে যতজনের সংস্পর্ষে আমি এসেছি সকলকেই দ্রুত করোনার টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি। সকলে সুস্থ থাকবেন”।
করোনায় আক্রান্ত হলেও, আপাতত সুস্থই রয়েছেন হরভজন সিং। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেখানেই ইন্ডিয়া মহারাজাস শিবিরে ছিলেন হরভজন সিং। গতবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। যদিও ক্রিকেটের বাইশগজ এখনই ছাড়তে চাননা তিনি। তাই তো লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার ব্যপারে সম্মতি জানিয়েছিলেন হরভজন সিং।
কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর আপাতত সেই প্রতিযোগিতায় হরভজনের নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।