সমালোচনা নয় বিরাটের পাশেই দাঁড়াচ্ছেন মাইকেল ভন, পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ তাঁর

Virat Kohli
Virat Kohli. (Source: IPL/BCCI)

দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ, বিরাট কোহলির ব্যাটে রানের খরা অব্যহত। এমন পরিস্থিতিতে  তাঁপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা নয়, বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। খারাপ সময় কাটানোর জন্য বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শও দিচ্ছেন তিনি। আপাতত কয়েকদিনের জন্য প্রতিযোগিতা মূলক ক্রিকেট থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোরই পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই ব্রিটিশ তারকা। বিরাটের একটা বিরতি নেওয়ার প্রয়োজন বলেই মনে করছেন তিনি।

প্রায় আড়াই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। দেশের জার্সিতে কোনও জায়গাতেই সফল হতে পারেননি। নিজের পারফরম্যান্সের দিতে নজর দেওয়ার জন্য একসময় ভারতীয় দলের সমস্ত ফর্ম্যাটের নেতৃত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেনম বিরাট কোহলি। কিন্তু এখনও পর্যন্স সাফল্যের মুখ দেখেননি তিনি। আইপিএলের মঞ্চে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা রাখলেও, হতাশ হয়েই ফিরতে হয়েছে তাঁর অগুন্তী অনুরাগীদের। এমন সময় বিরাটকে নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনাও।

যদিও মাইকেল ভন কিন্তু সমালোচনা করতে নারাজ। তাঁর মতে বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যিনি মাঠে নামা মানেই, সকলে সেঞ্চুরীর প্রত্যাশায় থাকেন। তাঁর ব্যাট থেকে এমনই বহু সেঞ্চুরী দেখেছেন একসময় সকলে। কিন্তু এখন যখন খারাপ সময় যাচ্ছে, সেই মুহূর্তে বিরাটকে পরিবারের সঙ্গে সময় কাটানোরই পরামর্শ দিচ্ছেন তিনি। বিরতি কাটিয়ে ফেরার পর আবারও সেই পুরনো বিরাট কোহলিকেই দেখা যাবে বলে আশাবাদী তিনি।

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে

ক্রিকবাজে একটি বিবৃতিতে মাইকেল ভন এই প্রসঙ্গে জানিয়েছেন, “তিনি একজন কিংবদন্তী ক্রিকেটার, যিনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ থেকে দু অথবা তিন বছর আগেই সমর্থকরা যখন মাঠে আসতেন একটা প্র্ত্যাশাই থাকতো যে এদিন বিরাট কোহলি সেঞ্চুরী করবেন। তিনি সেই সময়টা পেড়িয়ে এসেছেন যখন মাঠে নেমেই সেঞ্চুরী পেতেন। কিন্তু কেরিয়ারে সবসময় সেই একই পরিস্থিতি থাকে না। তাঁর একটু বিরতি চাই। পরিবারের সঙ্গে সময় কাটাও। তারপর সিরিজ খেলার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দাও এবং সেখানে নিজের ফর্ম দেখাও”।

এবারের আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু প্লেঅফের মঞ্চে নামতেই সেই পুরনো দৃশ্য দেখা গেল তাঁর। চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এবারের আইপিএলে ১৬ ম্যাচ খেলে বিরাট কোহলির মোত ক্রিকেটার করেছেন ৩৪১ রান। যা হয়ত একেবারই বিরাট কোহলির নামের পাশে মানায় না।

বেশকয়েকদিন ধরেই প্রাক্তন ক্রিকেটাররা বিরাট কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেই বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে কী ফের বিরাটকে পুরনো মেজাজে পাওয়া যাবে, সেটাই দেখার অপেক্ষায় সকলে।