শতরান করায় শুভমন গিলের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার
আপডেট করা - Mar 11, 2023 7:49 pm

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেছেন শুভমন গিল। এই শতরানের পরেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার গিলের খুব প্রশংসা করেছেন। তার এই ইনিংসের ফলেই অস্ট্রেলিয়ার পাহাড় সমান রানের দিকে খুব ভালোভাবেই এগোচ্ছে ভারত।
কেএল রাহুলের পরিবর্তে দলে এসে এই ডানহাতি ওপেনার নিজের জাত চিনিয়ে দিয়েছেন। বড়ো রানের বিরুদ্ধে খেলতে নামলে এমনিতেই ব্যাটসম্যানদের উপর বাড়তি চাপ থাকে। কিন্তু শুভমন অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে ঠান্ডা মাথায় ব্যাট করেছেন। কোনোরকম তাড়াহুড়ো না করে প্রথমে রোহিত এবং তারপর চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত এখনও পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান বানিয়েছে। এই রানের পেছনে সবচেয়ে বড়ো অবদান রয়েছে ভারতীয় ওপেনার শুভমন গিলের। তিনি ২৩৫ বলে ১২৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। এটি ছিল টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয় শতরান। গিলের এই ইনিংসে ছিল ১২টি চার এবং ১টি ছয়। শুভমনের পাশাপাশি রানে ফিরেছেন বিরাট কোহলিও। তিনি তৃতীয় দিনের শেষে ৫৯ রানে অপরাজিত রয়েছেন।
গিলের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাস্কার
লাঞ্চের পর স্টার স্পোর্টসে তিনি বলেন, “তার কাছে অনেক সময় আছে। তিনি যখন রক্ষণাত্মক শট খেলেন, তিনি দারুণভাবে এগিয়ে যান, এমনকি মিচেল স্টার্কের বিরুদ্ধেও… তিনি ব্যাটের সোজা মুখ উপস্থাপন করেন এবং সামনের দিকে ডিফেন্স করেন, এটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল। এতে বোঝা যায় যে তার আত্মবিশ্বাস আছে। তিনি শুধু ব্যাকফুটে খেলেন না। তার পা সুন্দরভাবে এগিয়ে যায় এবং তার কাছে শুধুমাত্র শক্তিশালী আক্রমণ নয়, সাথে একটি শক্তিশালী রক্ষণও আছে এবং টেস্ট ক্রিকেটে আপনার এটাই দরকার।”
তিনি আরও বলেন, “পেস বোলারদের বিরুদ্ধে এগোনো এবং পিছানো খুব সহজ নয়। কিন্তু তিনি লাইন এবং লেন্থের সত্যিই ভালো বাছাই করেন। কিসি ভি বল্লেবাজ কে পাস আগর টাইম হো, উসনে আগর আপনে ক্যারিয়ার কো সম্ভালা, তোহ আগে যাকে ৮,০০০-১০,০০০ রান আরাম সে কার লেগা (যদি একজন ব্যাটারের কাছে সময় থাকে, যদি সে তার ক্যারিয়ারকে সামলে রাখে, তবে সে আগে গিয়ে ৮,০০০- ১০,০০০ রান আরামসে করে নেবে।”