দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ইয়ন মর্গ্যানের

Eoin Morgan
Eoin Morgan. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

জল্পনাটা কয়েকদিন ধরেই চলছিল। সিদ্ধান্তটা নিতে খুব একটা দেরী করলেন না ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান। মঙ্গলবারই সমস্ত জল্পনার অবসান ঘটােন তিনি। শেষপর্যন্ত ক্রিকেটের প্যাড, গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ক্রিকেটার। মঙ্গলবার তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা নিজেই ঘোষণা করলেন ইয়ন মর্গ্যান। ২০১৯ সালে এই মর্গ্যানের হাত ধরেই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ড দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও সেখানে চূড়ান্ত ব্যর্ত হয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথম দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। শূন্য রানে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। তৃতীয় ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই ইয়ন মর্গ্যানের পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা শুরু হয়েছিল। এরপরই দু-একদিন  ধরে মর্গ্যানের অবসর নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন।

ইয়ন মর্গ্যানের হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড

শোনা যাচ্ছিল খারাপ পারফরম্যান্সের জন্যই নাকি ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়ার পাশাপাশি অবসর নেওয়ারও ভাবনা ছিল ইয়ন মর্গ্যানের। শেষপর্যন্ত  কেরিয়ারের ইতি টানলেন ইয়ন মর্গ্যান। মঙ্গলবারই আন্তর্জাতিক ক্রিকেটারকে বিদায় জানালেন এই তারকা ক্রিকেটার। মঙ্গলবার এক আবেগতাড়িত বার্তা দিয়েই ইংল্যান্ড ক্রিকেট দলকে বিদায় জানিয়েছেন ইয়ন মর্গ্যান। তাঁর হাত ধরেই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ২০১৯ সালে নিউ জিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।

ইয়ন মর্গ্যান এক বিবৃতিতে জানিয়েছেন, “অনেক ভাবনা চিন্তার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেরিয়ারে বহু সুন্দর মুহূর্তের স্বাক্ষী রয়েছি, বহু সাফল্য পেয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি বিশ্বাস করি এই সময়টাই আমার একেবারে সঠিক সময় ছিল। শুধু মাত্র আমার জন্য নয় ইংল্যান্ড ক্রিকেট দলের জন্যও”।

তিনি আরও লিখেছেন, “ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলতে পারার জন্য সত্যিই আমি গর্বিত। তবে আমি বিশ্বাস করি যে হোয়াইট বল ক্রিকেটে ইংল্যান্ড আপও সাফল্য পাবে”।

আন্তর্জাতিক ক্রিকেটে ইয়ন মর্গ্যানের সাফল্যের পরিসংখ্যান

২০০৬ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল ইয়ন মর্গ্যানের। দীর্ঘ ১৬ বছরের যাত্রার অবসান ঘটল ২০২২ সালের ২৮ জুন। ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসাবেও সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি। তাঁর হাত ধরেই ক্রসণ সাফল্যের দিকে এগিয়েছিল ব্রিটিশ বাহিনীও। একদিনের ক্রিকেটে ২২৫টি ম্যাচ খেলেছেন ইয়ন মর্গ্যান। তাঁর রান রয়েছে ৬৯৫৭ এবং সেঞ্চুরী রয়েছে ১৩টি।

শুধু তাই নয় ২০১৯ সালে ইয়ন মর্গ্যানের হাত ধরেই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ১২৬টি একদিনের ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৭৬টি ম্যাচে জয় পেয়েছেন ইয়ন মর্গ্যান।  টি টোয়েন্টি ক্রিকেটার হিসাবেও তাঁর সাফল্য আকাশছোঁয়া।  ২৬৪৮ রানের পাশাপাশি রয়েছে ১৪টি অর্ধশতরান। অধিনায়ক হিসাবে খেলেছেন ৭২টি ম্যাচ। যেখানে জিতেছেন ৪২টিতে।

অবশেষে কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা মঙ্গলবারই নিয়ে ফেললেন ইয়ন মর্গ্যান।