ইংল্যান্ড বনাম ভারত: তৃতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারতীয় দলে শার্দূল ঠাকুরের প্রত্যাবর্তন হতে পারে

Jasprit-Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

লর্ডসে ১০০ রানে পরাজিত হওয়ার পর রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে শক্তিশালী পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবে ভারত। সফরকারীদের ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৪৭ রানের সাধারণ লক্ষ্যের অনেক আগেই থামতে হয়েছিল ভারতকে। সিরিজ ১-১-এর সমতায় থাকায় একটি টানটান উত্তেজক ম্যাচের আশা করা যায়। স্বাগতিকরা প্রথম খেলায় ১০ উইকেটে পরাজয়ের মধুর প্রতিশোধ হিসেবে ১০০ রানে জিতলেও ভারতের দিক থেকে কড়া প্রত্যুত্তরের অপেক্ষায় সাবধান থাকবে।

রোহিত শর্মা প্রথম ওডিআইতে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ওয়ানডেতে তাঁর বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে সংগ্রাম আবার দেখা গেছে। শিখর ধাওয়ান দুটি ওয়ানডের একটিতেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। কোহলির ফর্ম একটি উদ্বেগের বিষয় হিসাবে রয়ে গেছে, যদিও টপ অর্ডারে এই তিনজনই ব্যাটিং চালিয়ে যাবেন। মিডল-অর্ডার ব্যাটার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।

অন্যদিকে, ইংল্যান্ড ১০০ রানের একটি বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে নামবে তৃতীয় ওডিআইতে। তাদের ব্যাটিং নিয়ে এখনও সমস্যা রয়েছে এবং দ্বিতীয় টি-২০তে বেশ কিছু ব্যাটার সেট হয়ে গেলেও কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি। ওয়ানডে দলে জো রুটের প্রত্যাবর্তন এখনও অবধি ভালো যায়নি। তিনি শীঘ্র রানে ফিরতে চাইবেন। 

পিচ রিপোর্ট

ম্যাঞ্চেস্টারে শুরুর কয়েক ওভার সুইং থাকবে, সেটি সামলে নিতে পারলেন ৩২৫-এর কাছাকাছি রান তোলা কঠিন নয়। দুই দলেরই যা ব্যাটিং লাইন-আপ আছে, তাতে একবার সেট হয়ে বড় রান আশা করায় যায়।

কোন দলের কেমন কম্বিনেশন

ইংল্যান্ড

প্রথম ম্যাচে হেরে যাওয়ার ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে একই কম্বিনেশন খেলিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। ইনিংসের শুরুতে সুইংয়ের জন্য অনুকূল পরিস্থিতিকে উইলে ও টপ্লে দুজনেই ভালো কাজে লাগিয়েছেন। তবে ওপেনিংয়ে রয়কে সমস্যা এখনও বর্তমান। সেই জায়গায় ফিল সল্টকে খেলানোর কথা ভাবা উচিত। ইংল্যান্ড যেহেতু সাধারণত রোটেশন নীতি মেনে চলে, তাই ওভারটন ও কার্সের পরিবর্তে স্যাম কারান ও হ্যারি ব্রুককে খেলিয়ে দেখতে পারে।

সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো, ফিল সল্ট, জো রুট, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ডেভিড উইলে, স্যাম কারান, রিস টপ্লে।

ভারত

দুই ম্যাচেই ভারতের বোলাররা অনবদ্য পারফর্ম করেছেন কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা টিম ম্যানেজমেন্টকে উদ্বিগ্ন করবে। খুব বেশী পরিবর্তন দলে না হওারই সম্ভাবনা। তবে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোর জন্য প্রসিধ কৃষ্ণর পরিবর্তে শার্দূল ঠাকুরকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক),শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

ইংল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ১০৫ | ইংল্যান্ড – ৪৪ | ভারত – ৫৬ | টাই – ২ | অমীমাংসিত – ৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ