অ্যাশেজ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের

চোটের কারণে বাদ আর্চার, স্টোকস, কারান

England
England. (Photo by Visionhaus/Getty Images)

আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করলো ইংল্যান্ড কোচ ও নির্বাচক প্রধান ক্রিস সিলভারউড। এই সপ্তাহেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অ্যাশেজের জন্য শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছিল এবং আশা করা হচ্ছিল রবিবারেই স্কোয়াড ঘোষিত হবে।

সরকারী বিবৃতি জারী করে ইসিবি জানিয়েছে, “অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ সিরিজের জন্য ১৭ জনের নাম ঘোষণা করেছে ইংল্যান্ডের পুরুষ দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড। ১৭ জন সদস্যের প্রত্যেকেই এর আগে টেস্ট দলের অংশ ছিলেন। ১৭ জনের মধ্যে ১০ জন এই প্রথম অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে, যার মধ্যে সহ-অধিনায়ক জস বাটলারও অন্তর্ভুক্ত।”

উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে আছেন অলরাউন্ডার বেন স্টোকস ও জোফ্রা আর্চার। কনুইয়ের চোটের কারণে জোফ্রা আর্চার অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে। মানসিক সমস্যার কারণে বেন স্টোকস ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এছাড়া আঙুলের চোটের কারণেও ভুগছেন তিনি। সম্প্রতি স্যাম কারানও পিঠে চোট পেয়ে মাঠের বাইরে।

পরপর দুটি অস্ট্রেলিয়ার সফর থেকে বাদ গেলেন বেন স্টোকস। গতবার সফরের ঠিক আগে ব্রিস্টলের একটি নাইটক্লাবে ঝামেলায় জড়িয়ে পড়ায় শাস্তির কবলে পড়ে দল থেকে অপসারিত হয়েছিলেন।

ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝ পথে বাদ পড়ে যাওয়া জ্যাক ক্রলি ফিরে এসেছেন। এছাড়া দলে ফেরানো হয়েছে ড্যান লরেন্স ও ডম বেসকেও।

পাঁচ বছর পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফেরা হাসিব হামিদ ওপেনারের দায়িত্ব সামলাবেন রোরি বার্নসের সাথে। যেহেতু ক্রলি ফিরে এসেছেন তাই তিন নম্বরে তাঁর লড়াই ডাউইড মালানের সাথে।

উইকেটকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন জস বাটলার ও জনি বেয়ারস্টো। স্পিন বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন ডম বেস ও জ্যাক লিচ।

পেস বিভাগটি যথেষ্ট শক্তিশালী। বর্ষীয়ান দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের পাশাপাশি সুযোগ পেয়েছেন অলি রবিনসন ও ক্রেগ ওভারটন। স্টোকসের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে ক্রিস ওকসকে।

২০১১-র সিডনি টেস্টের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড কোন টেস্ট ম্যাচ জেতেনি। সিরিজ শুরু হচ্ছে ৮ই দিসেম্বর গাব্বাতে।

অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ডের পুরো স্কোয়াড – জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোনাথান বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডাউইড মালান, ক্রেগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।