রেকর্ড গতিতে সেঞ্চুরি করে দ্বিতীয় দিনের নায়ক ট্র্যাভিস হেড, চালকের আসনে অস্ট্রেলিয়া

বেন স্টোকসের ওভারস্টেপের কারণে সমালোচিত আম্পায়াররা

Travis Head
Travis Head. (Photo by Matt Roberts – CA/Cricket Australia via Getty Images)

২০২১-২২ অ্যাশেজের প্রথম দিন যদি নিজেদের নামে করে থাকেন অস্ট্রেলিয়ান পেস-ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড, তবে দ্বিতীয় দিনটিকে অবশ্যই মনে রাখা হবে অজি ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। ব্রিসবেনের ঘাসে ঢাকা গাব্বায় টিকে থাকতে ইংল্যান্ডের ব্যাটাররা দৃশ্যতই সংগ্রাম করছিলেন এবং স্কোরবোর্ডে ইংল্যান্ডের নামের পাশে ১৪৭ অল আউট তারই প্রতিফলন। তবে আজ অজি ব্যাটারদের দেখে মনে হল তাঁরা যেন মজা করার উদ্দেশ্যেই ক্রিজে নেমেছেন। অ্যাশেজের ইতিহাসের যুগ্ম তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করে দিনের নায়ক ট্র্যাভিস হেড (১১২*)। 

ডেভিড ওয়ার্নারকে শুরু থেকেই আক্রমণাত্মক দেখিয়েছিল। তিনি আউট হন ৯৪ রানে। যদিও তার আগে বেশ কয়েকবার আউট হতে হতে বেঁচে যান তিনি। একবার ব্যাটে খোঁচা লেগে স্লিপের মাঝখান দিয়ে বল বেরিয়ে যায়। একবার হাসিব হামিদ তাঁকে রান আউট করতে ব্যর্থ হন। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বেন স্টোকসের বলে ডেভিড ওয়ার্নারের বোল্ড হওয়ার পরের দৃশ্য, যখন টিভি রিপ্লেতে দেখা যায় স্টোকস ওভারস্টেপ করেছেন এবং ফলস্বরূপ ওয়ার্নার তাঁর প্রাণ ফিরে পান।   

দিনের নায়ক ট্র্যাভিস হেড আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন

ব্রিসবেন টেস্টের ২য় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৩৪৩/৭, ইংল্যান্ডের প্রথম ইনিংস রানের চেয়ে এগিয়ে ১৯৬ রানে। তৃতীয় দিন সকালে লিড আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। খেলায় এখনও তিন দিন বাকি থাকায় ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম। ইংল্যান্ডকে ম্যাচে ফিরতে জো রুট ও তাঁর সতীর্থদের অভাবনীয় কিছু করতে হবে।  

দ্বিতীয় দিনে ইংল্যান্ডের একমাত্র আশার আলো অলি রবিনসন। তিনি ওপেনার মার্কাস হ্যারিসকে তিন রানে আউট করার পাশাপাশি সেট হয়ে যাওয়া অপর ওপেনার ওয়ার্নারকেও ফেরান। তাঁর তৃতীয় শিকার ক্যামেরন গ্রিন। প্রথম বলেই বোল্ড হন তিনি। অস্ট্রেলিয়ার ধারাবাহিক ব্যাটার মার্নাস ল্যাবুশেন (৭৪) ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ১৫৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন। স্টিভ স্মিথ (১২) বড় রান করতে ব্যর্থ।  

 অভিষেককারী অ্যালেক্স ক্যারিও (১২) বলার মতো অবদান রাখতে পারেননি।চা-পানের বিরতির পর অস্ট্রেলিয়া একটা সময় ২৩৬/৬ হয়ে গিয়েছিল এবং ইংল্যান্ডের বোলারদের ছন্দে দেখাচ্ছিল। তবে হেডের কাউন্টার-অ্যাটাকিং ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ডের বোলাররা ছারখার হয়ে যায়। গোটা মাঠ জুড়ে শট খেলেন হেড। মাত্র ৮৫ বলে শতরান পূর্ণ করেন। তাঁর আক্রমণের মূল শিকার বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ, তাঁর বোলিং গড় ১১-০-৯৫-১। ৮.৬৩ ইকোনমি রেট দেখে মনে হবে না তিনি টেস্ট ম্যাচে বোলিং করছেন।  

ইংল্যান্ডের পক্ষে, অলি রবিনসনের তিনটি উইকেট ছাড়া একটি করে উইকেট নেন ক্রিস ওকস, মার্ক উড, জ্যাক লিচ ও জো রুট।