“ধোনির সঙ্গে পান্তের তুলনা করবেন না” – সমালোচিত হওয়া ক্যাপিটালস অধিনায়ককে সমর্থন গাঙ্গুলীর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডিআরএসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করায় সমালোচিত হয়েছেন পান্ত

MS Dhoni and Rishabh Pant
MS Dhoni and Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন যে ঋষভ পান্ত এবং এমএস ধোনির মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতার ভিত্তিতে তুলনা করা অন্যায়। আইপিএল ২০২২-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে টিম ডেভিডের বিরুদ্ধে ডিআরএস ব্যবহার করার সুযোগ না নেওয়ায় তাঁর দল ক্যাপিটালস ক্ষতিগ্রস্ত হয় এবং পান্ত সমালোচিত হন। 

এই কৌশলগত ভুল বোঝা গিয়েছিল যখন রিপ্লেতে দেখা যায় যে শার্দূল ঠাকুরের ডেলিভারিতে ড্রাইভ মারতে গিয়ে ডেভিডের ব্যাটের এজে লেগে বল পান্তের গ্লাভসের মধ্যে জমা পড়ে। সতীর্থদের আবেদন সত্ত্বেও, পান্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন এবং ডেভিড ১১ বলে ৩৪ রান করে মুম্বইকে ম্যাচ জিততে সাহায্য করেন।

ভুল হবেই কিন্তু অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অসামান্য, বলেছেন গাঙ্গুলী 

দিল্লি ক্যাপিটালসের ভাগ্য তাদের নিজেদের হাতে ছিল কিন্তু তারা হেরে যাওয়ায় পান্তের অধিনায়কত্ব প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে গাঙ্গালী তরুণ ক্রিকেটারের প্রতি তাঁর সমর্থন দেখিয়েছেন। “এমএস ধোনির সঙ্গে পান্তের তুলনা করবেন না। ধোনির অনেক অভিজ্ঞতা আছে, আইপিএল, টেস্ট এবং ওয়ানডেতে ৫০০-এর বেশী খেলায় অধিনায়কত্ব করেছেন। তাই ধোনির সাথে ঋষভের তুলনা করা ঠিক নয়,” গাঙ্গুলী ইন্ডিয়া টুডে দ্বারা উদ্ধৃত হয়েছেন।

প্রাক্তন অধিনায়ক আরও যোগ করেছেন যে এই বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শেষতম স্থানে থাকা সত্ত্বেও, রোহিত শর্মার ফর্ম বা নেতৃত্বের গুণাবলী নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। “সবাই মানুষ। ভুল হবেই কিন্তু অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অসামান্য। পাঁচটি আইপিএল শিরোপা, এশিয়া কাপ জয়ী, তিনি যেখানেই অধিনায়কত্ব করেছেন সেখানেই জিতেছেন, তাই অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড অসামান্য। ভুল ঘটবেই কারণ তারা সবাই মানুষ,” গাঙ্গুলী বলেছেন।

রোহিত ১৪ ইনিংসে ১৯.১৪ গড়ে এবং ১২০.১৭ স্ট্রাইক রেটে ২৬৮ রান করেছিলেন। এদিকে, গাঙ্গুলী বিরাট কোহলির প্রশংসা করেছেন কারণ ভারতের প্রাক্তন অধিনায়ক গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ৫০+ স্কোর করেছিলেন।

“তারা খুব ভালো খেলোয়াড়। আমি নিশ্চিত তারা রানের মধ্যে ফিরবে। তারা এত বেশী ক্রিকেট খেলে যে মাঝে মাঝে ফর্মের বাইরে চলে যায়। শেষ খেলায় কোহলি খুব ভালো খেলেছে, বিশেষ করে যখন আরসিবি-র প্রয়োজন ছিল। সেই কারণেই সে (কোহলি) এত খুশি যে আরসিবি যোগ্যতা অর্জন করেছে। তারা সকলেই দুর্দান্ত খেলোয়াড়। তাদের সেরা ফর্মে ফিরে আসা সময়ের ব্যাপার,” তিনি বলেছিলেন।