মেজাজ হারিয়ে আচরণবিধি লঙ্ঘনের জন্য তিরস্কৃত দীনেশ কার্তিক

আউট হয়ে স্টাম্পে আঘাত করতে যান তিনি

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo Source: IPL/BCCI)

দীনেশ কার্তিকের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক বুধবার শারজায় অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁর দলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সময় আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য তিরস্কৃত হয়েছেন।

অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “কার্তিক আইপিএলের আচরণবিধির ২.২ লেভেলের অপরাধের কথা স্বীকার করেছেন এবং নিষেধাজ্ঞা গ্রহণ করেছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।”

মেজাজ হারিয়ে স্টাম্পে আঘাত করতে যান কার্তিক

বিবৃতিতে অপরাধের ধরণ উল্লেখ করা হয়নি কিন্তু হতাশ কার্তিককে স্টাম্প ভাঙ্গার অঙ্গভঙ্গী করতে দেখা গেছে  যখন তিনি কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের ১৮তম ওভারে আউট হয়ে যান। তাঁর আচরণকে আইপিএল কর্তৃপক্ষ বিশ্লেষণ করেছেন এইভাবে, মেজাজ হারিয়েই কার্তিক স্টাম্পে আঘাত করতে যান যা প্রকৃতপক্ষে ক্রিকেটের নিয়মবিরুদ্ধ। নাইটদের তখন করুণ দশা পরপর উইকেট হারিয়ে। একটা সময় কেকেআর মাত্র সাত রান যোগ করে ছয় উইকেট হারায়।

ব্যাটিং ইনিংসের শুরুটা কলকাতা যেভাবে করেছিল তাতে মনে হয়নি ম্যাচ অতদূর গড়াবে। একটা সময় কেকেআর যা খেলছিল তাতে সম্ভবত কার্তিকের প্রয়োজনও পড়ত না। ২৫ বলে মাত্র ১৩ রান করতে হত নাইট ব্রিগেডকে। হাতে তখনও অবশিষ্ট ৯টি উইকেট। সেইখান থেকেই ম্যাচের মোড় বদলানো শুরু হয়। প্রথমে আউট হন নীতিশ রানা আনরিখ নর্কিয়ার বলে।

তারপর একে একে ব্যাটাররা আসছিলেন এবং ড্রেসিংরুমের পথ ধরছিলেন। ফলে সহজ ম্যাচ ক্রমশ কঠিন হতে থাকে। পাঁচ থেকে আটে নামা চারজনের একজন ব্যাটারও স্কোরবোর্ডে নাম তুলতে পারেননি। পরপর ০ রানে আউট হতে থাকেন দীনেশ কার্তিক, অধিনায়ক ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান ও সুনীল নারায়ণ।

অষ্টাদশ ওভারে বোলিং করতে আসেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। তাঁর ওভারের প্রথম ৫ বলে রান ওঠে মাত্র ১। শেষ বলে একটি গুড লেংথ বলকে কার্তিক সপাটে মিড উইকেটের দিকে মারতে যান। বল ব্যাটের ইনসাইড এজে লেগে তাঁর স্টাম্প ছিটকে দেয়। ওই মোক্ষম সময়ে আউট হয়েই আপাতভাবে ঠাণ্ডা মাথার কার্তিক তাঁর মেজাজ হারিয়ে ফেলেন।

নাটকীয় ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স। এক বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল ত্রিপাঠী। ৩ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা।

ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।