মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন তারকা পেসার জফরা আর্চার

Jofra Archar
Jofra Archar. ( Photo Source: Mumbai Indians/ Twitter)

দীর্ঘ অপেক্ষার অবসান। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন তাারকা ব্রিটিশ ক্রিকেটার জফরা আর্চার। রবিবারই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন এই তারকা ক্রিকেটার। আর সেটাই যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। রবিবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতেও নেমে পড়েছেন এই তারকা ক্রিকেটার।  হতবার মুম্বি ইন্ডিয়ান্স শিবিরে থাকলেও, শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি জফরা  আর্চার। এখন তিনি চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ। মাঠে নামার অপেক্ষায় রয়েছেন জফরা আর্চার।

গতবারই মেগা নিলামের ঐআসর থেকে জফরা আর্চারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।৮ কোটি টাকা দিয়ে এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিল  পাঁচবারের আইপিেল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্য সেই মরসুমে আইপিএলের মঞ্চে নামতে পারেননি জফরা আর্চার। গতবারের াইপিএলে সবচেয়ে খারকাপ পারফরম্যান্স প্রদর্ষশন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই তারকা ক্রিকেটারকেই মরসুমের শুরু থেকে পাবেন রোহিত শর্মারা। এটা যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

গতবার মুম্বই ইন্ডিয়ান্সে ৮ কোটি টাকায় গিয়েছিলেন জফরা আর্চার

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারবেন না জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। আইপিএলে জসপ্রীত বুমরার নাথাকার কতা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। সেই জায়গায় তাদের তারকা বোলার কে হতে চলেছে তা নিয়ে একটা জল্পনা চলছিল। জফরা আর্চারের উপস্থিতি যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। তাঁর দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

আইপিএলের মঞ্চে গতবার রেকর্ড দামে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু জফরা আর্চারের খেলতে না পারার বিষয়টা সকলকেই বেশ চিন্তায় ফেলে দিয়েছিল সেবার। কিন্তু এবার আর কোনো ভুল হয়নি। রবিবারই মুমব্ি ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন জফরা আর্চার। তাঁকে সামনে রেখেই য়ে মুম্বই ইন্ডিয়ান্স তাদের খেলার ছক সাজাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।  এবার প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

দীর্ঘ চোট সারিয়ে এবার দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগ দিয়েই ফের মাঠে ফিরেছিলেন জফরা আর্চার। সেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ৬ ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছিলেন জফরা আর্চার। এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের হয়ে তাঁর মাঠে নামার অপেক্ষা।