“এশিয়া কাপ কখনোই পরীক্ষা নীরিক্ষা করার জায়গা নয়”,ভারতের পারফর্ম্যান্সে অসন্তুষ্ট দীলিপ ভেঙ্গসরকার
আপডেট করা - Sep 8, 2022 1:51 pm

এবারের এশিয়া কাপে ফাইনালিস্ট হিসাবে হট ফেভারিটের তকমা ছিল ভারতীয় দলের গায়ে। এশিয়াকাপের মঞ্চে ভারতীয় দল শুরুটা করেও ছিল ভালভাবে। কিন্তু শেষরক্ষা হয়নি। সুপার ফোরের পর্বেই তাল কেটেছে টিম ইন্ডিয়ার। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছে পরপর ম্যাচ হেরে, এবারের এশিয়া কাপের যত্রা শেষ হয়ে গিয়েছে। যে ক্ষীণ একটা াশা ছিল, সেটাও পাকিস্তান আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার পর শেষ হয়ে গিয়েছে। এরপরই ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক দীলিপ ভেঙ্গসরকার।
এশিয়া কাপের মঞ্চ কখনোই পরীক্ষা নীরিক্ষা করার জন্য নয়। যেকোনও দলের এশিয়া কাপের মতো এতবড় প্রতিযোগিতা জেতাটাই হল সবচেয়ে গুরপুত্বপূর্ণ। তাতে ক্রিকেটার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়। এবারের এশিয়া কাপে প্রতিটি ম্যাচেই ভারতীয় দলে দেখা গিয়েছে নতুন ক্রিকেটারদেরক মুখ। এমনকী প্রথম ম্যাচে পাকিস্তানের বিরু্দ্ধে জয়ের কম্বিনেশনও ভারতীয় দল বদলে ফেলেছিল। আর সেটাই অপছন্দ প্রাক্তন এই বারতীয় ক্রিকেটারের।
এবারের মতো এশিয়া কাপে ভারতের যাত্রা শেষ
দীলিপ ভেঙ্কসরকারের মতে দ্বিপাক্ষিক সিরিজে দল নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলতে পারে। কিন্ত এশিয়া কাপের মতো এত বড় প্রতিযোগিতায় কখনোই দল নয়ে পরীক্ষা নীরিক্ষা করা চলে না বলেই মনে করছেন ভেঙ্গকরকার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়েই এবার যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলে পরিবর্তন করা হয়েছিল। খেলানো হয়েছিল ঋষভ পন্থকে। এরপর রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ার পর দীপক হুডাকে খেলানো হয়েছিল। খেলানো হয়েছে রবি বিষ্ণোইকেও।
ভারতীয় দলের এই ব্যর্থতা নিয়ে দীলিপ ভেঙ্গসরকার জানিয়েছেন, “অবশ্যই আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে প্রত্যেক ক্রিকেটারকেই সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই প্রতিযোগিতাটা কতটা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের মঞ্চ এক বিরাট প্রতিযোগিতার মঞ্চ। সেখানে জয় পাওয়াটা সবসময়ই দলের পক্ষে আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করে থাকে। এছাড়াও আমি করি যে উইনিং কম্বিনেশন টাও ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
দীলিপ ভেঙ্গসরকার আরও জানিয়েছেন, “যেকোনও দ্বিপাক্ষিক সিরিজে দল নিয়ে পরীক্ষা নীরিক্ষা করাই চলে। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মঞ্চের গুরুত্বটা অন্যরকম। এখানে জেতাটাই হল সবচেয়ে বড় কাজ”।
সুপার ফোরেও ভারতীয় দলে ছিল একাধিক পরিবর্তন। তিনটি পরিবর্তন করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম এসাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তেমনই শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও দলে করা হয়েছিল দুটো পরিবর্তন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত গুলোই মেনে নিতে পারছেন না প্রাক্তন েই তারকা ক্রিকেটার।
তাঁর মতে উইনিংস কম্বিনেশন বাঙাটাই এবার ভারতীয় দলের সবচেয়ে বড় ভুল হয়েছিল। টিম ইন্ডিয়াও যে তাদের ভুল ভ্রান্তি নিয়ে এখন নানান হিসাব নিকাশ চালাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চে ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।