“যতোটা ধারাবাহিক হতে চেয়েছিলাম ততোটা হতে পারিনি”, নিজের ফর্ম নিয়ে অখুশি দেবদত্ত পাড়িক্কাল

শোনালেন কোহলি ও ডি ভিলিয়ার্সের সাথে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা

Devdutt Padikkal
Devdutt Padikkal. (Photo Source: IPL/BCCI)

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওপেনার দেবদত্ত পাড়িক্কাল আলোচনা করলেন তাঁর ২০২১ আইপিএলের যাত্রা নিয়ে। জানালেন তিনি যতোটা ধারাবাহিক হতে চান ততোটা হতে পারেননি।

গত আইপিএলে ৫টি হাফ সেঞ্চুরীসহ মোট ৪৭৩ রান করে তাক লাগিয়ে দিয়েছিলেন কর্ণাটকের এই ব্যাটার। এই মরসুমের শুরুতে তিনি কোভিএ আক্রান্ত হন। কিন্তু মাঠে ফিরে এসেই একটি চমকপ্রদ ইনিংস খেলে সবার নজর কেড়ে নেন। রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ৫২ বলে ১০১ রানের একটি অবিস্মরণীয় অপরাজিত ইনিংস খেলেন।

আমি আরো অবদান রাখতে চাই

তার পর থেকে যদিও তিনি খানিকটা নিষ্প্রভ। এরপর মাত্র একটি ইনিংসে তাঁর ব্যাট থেকে অর্ধ শতরান আসে। লিগের শেষ ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেন, “আমার ফর্ম কখনো ওপরে গেছে, কখনো নীচে নেমেছে। যতোটা ধারাবাহিক হতে চেয়েছিলাম ততোটা হতে পারিনি। আমি আরো অবদান রাখতে চাই এবং মাঠে যা করছি তা ভবিষ্যতেও জারী রাখতে চাই। আমি নিজের খেলার দিকে নজর রাখছি এবং প্রত্যেক দিন উন্নতি করার চেষ্টা করছি।”

ওঁদের থেকে যে জ্ঞান অর্জন করা যায় তার তুলনা নেই 

বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা ও উপকারিতা নিয়েও মুখ খুললেন তিনি। তিনি বলেছেন, “এতো বড় ব্যাটারদের সাথে খেলতে পারা আলাদাই একটা অভিজ্ঞতা।  ওঁদের থেকে যে জ্ঞান অর্জন করা যায় তার কোন তুলনা হয় না। একজন ২১ বছর বয়সী হিসেবে এর চেয়ে বেশি আর কী চাইতে পারি।”

পাড়িক্কালের মতে গোটা মরসুম জুড়েই আরসিবি ভালো ক্রিকেট উপহার দিয়েছে। এই ছন্দটাই তাঁরা প্লে-অফ এবংসেখান থেকে ফাইনালে নিয়ে যেতে চাইছেন। যে আইপিএল ট্রফি এতো দিন ধরে তাঁদের অধরা সেই স্বপ্ন পূরণের আরো একটি সুযোগ এই বছর।

গত বছর প্লে-অফে উঠলেও এলিমিনেটর থেকেই বিদায় নিতে হয় আরসিবিকে। পাড়িক্কাল চাইছেন আগের বারের চেয়ে ভালো জায়গায় এই বছর শেষ করতে। তিনি জোড়েন, “গত বছর অতো দূর গিয়ে বিদায় নিতে হয়েছিল বলে হতাশ হয়েছিলাম। আমরা জানি কাজটা এই বছরও সহজ হবে না। আমরা পুরো মরসুম জুড়ে অনেক পরিশ্রম করেছি এবং ভালো ক্রিকেট খেলে প্লে-অফে পৌঁছেছি। আশা করছি এই ছন্দটা ধরে রাখতে পারব।”