অভিনব পদক্ষেপ দিল্লি ক্যাপিটালসের, মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কর্মীদের এক সপ্তাহের ছুটি

পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিল ডিসি

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর দুই মাসেরও বেশি সময় পর, দিল্লি ক্যাপিটালস (ডিসি) ফ্র্যাঞ্চাইজি তাদের ডিজিটাল দলকে এক সপ্তাহের বিরতি দিয়েছে। এই দল কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, ভিডিওগ্রাফার, ভিডিও এডিটর এবং গ্রাফিক ডিজাইনারদের নিয়ে গঠিত। আগের বছরের মতো এবারও কর্মীদের ‘মানসিক স্বাস্থ্যের’ দিকে নজর দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০শে মে (সোমবার) ক্যাপিটালস তার ডিজিটাল দলের জন্য সাত দিনের দীর্ঘ বিরতির ঘোষণা করার জন্য একটি টুইট করেছে। উল্লেখ্য, ক্যাপিটালস দল তাদের ১৪ ম্যাচের মধ্যে সাতটি জিতে আইপিএল ২০২২-এর পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ডিসি।

আমরা আশা করি আপনারা সবাই এই সিদ্ধান্তকে সমর্থন করবেন: ডিসি

“প্রিয় ডিসি ভক্তরা, আশা করি আপনারা ভালো আছেন। একটি দল হিসেবে, দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্রধান ফোকাস হল আমাদের সাথে যারা কাজ করে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা। যেহেতু ডিজিটাল টিম আপনাকে মরসুমের সমস্ত ঘটনাবলীর আপডেট এবং তথ্য পেতে অক্লান্ত পরিশ্রম করেছে, সেই কারণে তাদের মনকেও একটি উপযুক্ত বিরতি দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, গত বছরের মতোই, আমাদের দল (কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, ভিডিওগ্রাফার, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনারদের সমন্বয়ে) বিশ্রামের জন্য এক সপ্তাহের বিরতিতে (আজ সকাল ১১টা থেকে ৬ জুন অবধি) বিশ্রাম নিতে যাচ্ছে,” ডিসি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছে।

“আপনাদের ভালোবাসা এবং অবিরাম সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে চলেছে এবং আমরা আশা করি আপনারা সবাই এই সিদ্ধান্তকে সমর্থন করবেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা দুর্দান্তভাবে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত যত্ন নিন,” টুইটে আরও লেখা হয়েছে।

এদিকে, গুজরাত টাইটান্স তাদের প্রথম প্রচেষ্টাতেই আইপিএল ট্রফি জিতে ইতিহাস তৈরী করেছে। রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে টুর্নামেন্ট জিতেছে টাইটান্স। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ওনবদ্য পারফর্ম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হন।