কেন সানরাইজার্স অধিনায়কের পদ থেকে সরানো হয়েছিল, জানেন না ডেভিড ওয়ার্নার

বললেন অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া তাঁর জন্য হতাশাজনক অভিজ্ঞতা

David Warner
David Warner. (Photo Source: IPL/BCCI)

সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে এবারের মরসুমের শুরুতে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন তাকে সরানো হলো এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাঁকে। যতদিন সানরাইজার্স আইপিএলে টিকেছিল ততদিন মুখে কুলুপ এঁটে ছিলেন ওয়ার্নার। আইপিএলে হায়দ্রাবাদের অভিযান শেষ হতেই নিজের নীরবতা ভাঙলেন তিনি। জানালেন কোন রকম ব্যাখ্যা ছাড়াই অপসারিত হন তিনি।

অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে অতীতে বহু সাফল্য এনে দিয়েছেন ওয়ার্নার, জিতিয়েছেন একটি ট্রফিও। ব্যাটারদের মধ্যে তো আইপিএলের ইতিহাসের সেরাদের মধ্যেই থাকবেন তিনি। কিন্তু এবারের মরসুমের শুরু থেকেই খারাপ ফর্মে ছিলেন তিনি। দল হিসেবেও শুরুটা ভালো করতে পারেনি । ফলে দলের অধিনায়কত্বে আসে পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। যদিও অধিনায়ক পরিবর্তন করেও হায়দ্রাবাদের পারফর্ম্যান্সে বিশেষ পরিবর্তন আসেনি। লিগ টেবলের শেষতম স্থানে তাদের অভিযান শেষ হয়।

ওয়ার্নারের পক্ষে হতাশাজনক

কিন্তু ওয়ার্নারের দাবি, কেন তাকে সরিয়ে দেওয়া হলো এ বিষয়ে কিছু জানানোও হয়নি। তিনি বলেন, “মালিকপক্ষ, ট্রেভর বেইলিস, লক্ষ্মণ, মুডি এবং মুরলীথারাণ সকলের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন তা সর্বসম্মতিক্রমেই হওয়া উচিত। আপনি জানেন না আপনি কার পক্ষে যাচ্ছেন এবং কার পক্ষে যাচ্ছেন না।”

তিনি আরো বলেন, “আমার জন্য আরেকটি হতাশাজনক বিষয় ছিল অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ না জানানো। যদি আপনি ফর্মের কথা বলেন সেক্ষেত্রে তা বিবেচনা করা খুবই কঠিন ছিল কারণ আপনি অতীতে যা করেছেন তার কিছুটা হলেও আপনি আগামীতে নিয়ে যাবেন।”

ওয়ার্নারের সাথে যা করা হয়েছে তা হজম করা সত্যি বেশ কষ্টদায়ক ছিল তার জন্য। তিনি জানান, “যখন আপনি দলের হয়ে ১০০ এর চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন, মনে হয় এ মরসুমে শুরুর পাঁচ ম্যাচের চারটিতে আমি ভালো করতে পারিনি, তারপর এ ধরনের ঘটনা মেনে সত্যিই কষ্টদায়ক। আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়ত আমি কখনোই পাব না। কিন্তু আমি চাই আরও একবার হায়দরাবাদের হয়ে মাঠে নামতে, তবে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত দল মালিকদের ওপর।”

নিজের আইপিএল কেরিয়ারে ১৫০টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ৪১.৬০ গড়ে রান করেছেন ৫৪৪৯, যেখানে স্ট্রাইকরেট ১৩৯.৯৭।