নামিবিয়ার কাছে হারের পর টপ অর্ডারকেই দুষছেন অধিনায়ক দাসুন শনাকা
আপডেট করা - Oct 16, 2022 8:38 pm

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হলে তাদের গ্রুর পর্বে যোগ্যতা অর্জন করতে হত। সেই ম্যাচেই প্রথম ম্যাচে নেমেছিল তারা নামিবিয়ার বিরুদ্ধে। আর সেখানেই সবচেয়ে বড় অঘটনের স্বাক্ষী থাকে শ্রীলঙ্কা। নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে গিয়েছে এবারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা। আর তাতই হতবাক হয়ে গিয়েছে সকলে। ম্যাচ শেষে ক্ষুব্ধ শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকাও। দলের টপ অর্ডারকেই দুষলেন তিনি।
নামিবিয়ার বিরুদ্ধে সকলের মতেই এদিন শ্রীলঙ্কাই ধারেভারে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচ শেষ হতেই অন্য ঘটনা। নামিবিয়ার কাছে কার্যত বিপর্যস্ত হতে হয়েছে শ্রীলঙ্কাকে। দলের ব্যাটাররা এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছে। নামিবিয়ার বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। দলের টপ অর্ডার থেকে মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে এদিন। ম্যাচ শেষে কোনওরকম রাথঢাক আর করতে চাননি বাংলাদশের তারকা ক্রিকেটার দাসুন শনাকা।
নামিবিয়ার বিরুদ্ধে এদিন বড় রান পেতে ব্যর্থ হয়েছেন দাসুন শনাকা
ম্যাচ শেষেই দলের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে একরাশ ক্ষোভ উইগরে দিয়েছেন তিনি। হবে নাই বা কেন, টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওরা রাস্তাটা তো অনেকটাই কঠেন করে ফেলল শ্রীলঙ্কা। আসা যদিও এখনও তাদের শেষ হয়ে যায়নি। কিন্তু নামিবিয়ার কাছে হারের পর বেশ চটে রয়েছেন দলের অধিনায়ন দাসুন শনাকা।
ম্যাচ শেষে এই প্রসঙ্গে শ্রীলহ্কার অধিনা.ক দাসুন শনাকা জানিয়েছেন, “আমার মনে হয় এদিনের পিচের প্রকৃতি যথেষ্ট ভালই ছিল। কিন্তু যখন দলের বোলারদের পরিকল্পনা মাফিক এগোনের কতা ছিল তা হয়নি। কিন্তু নামিবিয়ার বোলারদের তুলনায় আমাদের বোলাররা কিন্তু ভাল বোলিং করেছিলেন। আমরা আমাদের প্রথম তিন ব্যাটারের থেকে ভাল ব্যাটিং পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম। পাওয়ার প্লেতেই আমাদের তিন ুইকেট খোয়ানোটা ম্যাচ হাত থেকে বের করে দিয়েছিল। ১৬০ রান যখন আমরা তাড়া করতে নেমেছি, সেই সময় প্রয়োজন ছিল একটা ভাল পার্টনারশিপের। কিন্তু তা হয়নি প্রথম তিন ব্যাটারের থেকে”।
এদিন প্রথমে ব্যাটিং করে ১৬০ রানই করতে পেরেছিল নামিবিয়া। শ্রীলঙ্কার মতো দলের কাছে সেটা যে সহজ লক্ষ্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারা তা করতে ব্যর্থই হয়েছিলেন। শেষপর্যন্ত ১০৫ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। প্রথম ম্যাচেই ৫৫ রানে হেরে গিয়েছে তারা। এখন তাদের সামনে লক্ষ্যটা ক্রমশই কঠিন হয়ে পড়ছে।