কমনওয়েলথ গেমস মহিলাদের টি২০ ২০২২, ম্যাচ ১০: বার্বাডোস বনাম ভারত, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

স্মৃতি, হরমনপ্রীতরা দুরন্ত ফর্মে আছেন

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Alex Davidson/Getty Images)

প্রিভিউ

বুধবার বার্মিংহ্যামের এজব্যাস্টনে ২০২২ কমনওয়েলথ গেমসের দশম টি-২০ ম্যাচে বার্বাডোস মহিলা দল ভারত মহিলা দলের মুখোমুখি হবে৷ বার্বাডোজের নারীরা তাঁদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার নারীদের বিরুদ্ধে ৯ উইকেটের ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৪ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা এবং এখন দুই পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে তিন নম্বরে রয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হারার পর শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ভারতের মহিলারা। ভারতীয় বোলার স্নেহ রানা ও রাধা যাদব দুটি করে উইকেট নেন এবং তারপরে স্মৃতি মান্ধানা ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে অপরাজিত থাকেন। ভারত দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এবং একটি জয় তাদেরকে সেমিফাইনালে নিয়ে যাবে। 

পিচ রিপোর্ট

এজব্যাস্টনের পিচ ব্যাটার ও বোলার উভয়কেই সাহায্য করছে। স্ট্রোকপ্লেয়াররা ব্যাটিং উপভোগ করছেন এবং সুইং বোলারদের জন্যও ভালো সাহায্য আছে পিচে। টস জিতে প্রথমে ব্যাটিং করার কথা ভাববেন অধিনায়ক। ১৫০-র কাছাকাছি স্কোর ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত।

সম্ভাব্য একাদশ

বার্বাডোস

হেইলি ম্যাথিউস (অধিনায়ক), ডিয়্যান্ড্রা ডটিন, কাইসিয়া নাইট (উইকেটকিপার), কাইশোনা নাইট, আলিয়া অ্যালেইন, ট্রিশান হোল্ডার, অ্যালিসা স্ক্যান্টলবারি, শানিকা ব্রুস, শাকেরা সেলমান, কেলিয়া এলিয়ট, শামিলিয়া কোনেল।

ভারত

স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার) জেমাইমা রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা ভাস্ত্রাকার, রেণুকা সিং, রাধা যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

বার্বাডোস

হেইলি ম্যাথিউসবার্বাডোসের অধিনায়ক প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে অত্যন্ত কৃপণ বোলিং করেন এবং মাত্র ১৩ রান দেন। আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ১৮ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন।

ডিয়্যান্ড্রা ডটিন  তারকা অলরাউন্ডার প্রথম দুটি ম্যাচে বিশেষ প্রভাব ফেলতে না পারলেও একক দক্ষতায় ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। এই ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলা ডটিন তাৎপর্যপূর্ণ পারফর্ম্যান্স করে ছাপ ফেলতে চাইবেন। 

ভারত

স্মৃতি মান্ধানা – পাকিস্তানের বিরুদ্ধে ৪৩ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন এবং শুরু থেকেই বোলারদের চাপে রেখেছিলেন। ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে মান্ধানাকে বাছা যেতে পারে।

হরমনপ্রীত কউর – ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হরমনপ্রীত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য হাফ সেঞ্চুরি করেছিলেন। বল হাতেও প্রভাব সৃষ্টি করার ক্ষমতা রাখেন।

অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

হেইলি ম্যাথিউস (সহ-অধিনায়ক), স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শাফালি ভার্মা, কাইসিয়া নাইট, হরমনপ্রীত কউর, ডিয়্যান্ড্রা ডটিন, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রেণুকা সিং ঠাকুর, শাকেরা সেলমান, শামিলিয়া কোনেল।