বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানঃ প্রিভউ, ফ্যান্টাসি টিপস ও সম্ভাব্য একাদশ

Australia ODI team
Australia ODI team. (Photo Source: Twitter)

মঙ্গলবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তাবের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুরুটা সেভাবে করতে না পারলেও শেষ পাঁচটি ম্যাচেই জিতে সেমিফাইনালের কাছে পৌঁছে গিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। ধারেভারে এগিয়ে তেকে নামলেও, আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা ভালভাবেই জানে অস্ট্রেলিয়া শিবির। এবারের বিশ্বকাপের দুরন্ত ফর্মে রয়েছে আফগান বাহিনীও। এমন জায়ান্ট কিলারদের নিয়ে বেশ সাবধানে রয়েছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে খানিকটা হলেও চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া শিবির। স্টিভ স্মিথ ভার্টিগোয় আক্রান্ত হয়েছেন। আর সেটাই আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরে খানিকটা হলেও অস্বস্তির আবহ তৈরি করেছে। যদিও স্টিভ স্মিথ তাঁর খেলার ব্যপারে যথেষ্ট আশাবাদী। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। অন্যদিকে গত ম্যাচে খেলতে পারেননি মিচেল মার্শ। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার পাশাপাশি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

তবে এই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল খেলতে পারবেন কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। অন্যদিকে দুরন্ত ফর্মে রয়েছে আফগানিস্তান। শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে তারা। এই মুহূর্তে আফগানিস্তানের আত্মবিশ্বাস যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। মহম্মদ নবি, রহমনুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের মতো ক্রিকেটাররা দুরন্ত ফর্মে রয়েছেন। সেই ধারাই যে এই ম্যাচেও তারা ধরে রাখতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নারঃ. চলতি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানেরক মাসিক ডেভিড ওয়ার্নার। ৪২৮ রান করেছেন তিনি। সেইসঙ্গে দুটো সেঞ্চুরী ও জোড়া অর্ধশতরান রয়েছে ডেভিড ওয়ার্নারের। ফ্যান্টাসি ক্রিকেটে অধিনায়ক হতে পারেন ডেভিড ওয়ার্নার।

রহমনুল্লাহ গুরবাজঃ শেষ দুটো ম্যাচে না পারলেও আফগানিস্তানের হয়ে এবারের বিশ্বকাপের ম়্চে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। দুটো অর্ধশতরান করেছেন রহমনুল্লাহ গুরবাজ। তাঁর রান রয়েছে ২৩৪।

অল রাউন্ডার

আজমতউল্লাহ ওমরজাইঃ এবারের বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। বল হাতে যেমন পাঁচটি উইকেট রয়েছে আজমতউল্লাহ ওনরজাইয়ের। তেমনই ব্যাট হাতে ২৩৪ রান রয়েছে তাঁর।

বোলার

অ্যাডাম জাম্পাঃ চলতি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক অ্যাডাম জাম্পা। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি।

প্যাট কামিন্সঃ অস্ট্রেলিয়ার হয়ে ভাল ফর্মে রয়েছেন প্যাট কামিন্সও। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১০টি উইকেট তুলে নিয়েছেন প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

উইকেটকিপার – রহমনুল্লাহ গুরবাজ

ব্যাটার – ডেভিড ওয়ার্নার ( অধিনায়ক ), ট্রেভিস হেড, ইব্রাহিম জাদরান, মার্নাস লাবুশানে

অল রাউন্ডার – আজমতউল্লাহ ওমরজাই

বোলার – প্যাট কামিন্স, জশ হেজেলউড, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, রশিদ খান ( সহ অধিনায়ক )