কমনওয়েলথ গেমস মহিলাদের টি২০ ২০২২, ম্যাচ ১: অস্ট্রেলিয়া বনাম ভারত, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

মেগ ল্যানিং, বেথ মুনির পাশাপাশি টালিয়া ম্যাকগ্রা, অ্যাশলেই গার্ডনারদের কারণে চিন্তায় থাকবে ভারতীয় বোলিং

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Chris Hyde/Getty Images)

প্রিভিউ

কমনওয়েলথ গেমস ২০২২-এর মহিলা ক্রিকেট ইভেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দল মুখোমুখি হচ্ছে ভারতের মহিলা দলের৷ অস্ট্রেলিয়ান দল এই বছরের শুরুর দিকে মহিলাদের ওডিআই বিশ্বকাপে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া৷ এই টুর্নামেন্টে নামার আগে তারা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জয়ী হয়েছিল এবং আত্মবিশ্বাসী হবে ভারতের বিরুদ্ধে নামার আগে। মেগ ল্যানিং, বেথ মুনিদের মতো অভিজ্ঞরা ছাড়াও টালিয়া ম্যাকগ্রা, অ্যালানা কিং যে কোন দিন ম্যাচ জেতাতে পারেন। চোটের কারণে অলরাউন্ডার এলিস পেরির খেলার সম্ভাবনা কম।

অন্যদিকে, ভারত তাদের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজ জিতলেও একটি ম্যাচে হেরেছে। ভারত তাদের ব্যাটিং নিয়ে চিন্তায় থাকবে, কারণ সাব্বিনেনি মেঘনা করোনামুক্ত হয়ে সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং তিনি নাও খেলতে পারেন। এ ছাড়া অলরাউন্ডার পূজা ভাস্ত্রাকার এখনও কোয়্যারান্টিন থেকে বেরোননি, ফলে তাঁরও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অস্ট্রেলিয়া দলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে হলে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কউরদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।  

পিচ রিপোর্ট

এজব্যাস্টনের মাঠে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের স্কোর লাইন দেখলে বোঝা যায় যে এখানে ব্যাটাররা সময় উপভোগ করেন। বোলারদের জন্য রানের প্রবাহ আটকানো কঠিন হবে। এই কেন্দ্রে ১৬০-এর কাছাকাছি স্কোর উঠতে পারে।

সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া

অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (অধিনায়ক), টালিয়া ম্যাকগ্রা, র‍্যাচেল হেইনস, অ্যাশলেই গার্ডনার, নিকোলা ক্যারি, জেস জোনাসেন, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং, মেগান শুট।

ভারত

স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার) জেমাইমা রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, মেঘনা সিং, রেণুকা সিং, রাধা যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

অস্ট্রেলিয়া

মেগ ল্যানিং – অস্ট্রেলিয়ান অধিনায়ক আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দুই ইনিংসে ১১৩ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ৭৪। টি-২০ আন্তর্জাতিকে ১০৯ ইনিংসে ৩১২০ রান করা ল্যানিং এই মুহূর্তে ফর্ম্যাটেরীক নম্বর র‍্যাঙ্কের ব্যাটার।

টালিয়া ম্যাকগ্রা টি-২০ ফর্ম্যাটে অত্যাশ্চর্য রেকর্ড এই অলরাউন্ডারের। ১৫৬.৩২ স্ট্রাইক রেট ও ২৪৭ গড়ে ২৪৭ রান করেছেন ২টি হাফ সেঞ্চুরিসহ। যে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, সব কটিতেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। বল হাতে ৪ উইকেট নিয়েছেন ১৬.৭৫ গড়ে।

ভারত

স্মৃতি মান্ধানা – সম্প্রতি টি-২০তে ২০০০ রান অতিক্রম করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে। সামগ্রিকভাবে ১২০.১৫ স্ট্রাইক রেটে ২০৩৩ রান করেছেন ১৪টি হাফ সেঞ্চুরিসহ। আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছেন।

হরমনপ্রীত কউর – ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হরমনপ্রীত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ইনিংসে ৯২ রান করেছেন। সামগ্রিকভাবে, সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২৪১১ রান এবং ৩১ উইকেট রয়েছে তাঁর।

অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

বেথ মুনি, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শাফালি ভার্মা, মেগ ল্যানিং (সহ-অধিনায়ক), হরমনপ্রীত কউর, টালিয়া ম্যাকগ্রা, আশলেই গার্ডনার, দীপ্তি শর্মা, জেস জোনাসেন, মেগান শুট, রাধা যাদব।