দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের আগে ক্লোজড ডোর প্র্যাকটিসে জোর ভারতীয় দলের
আপডেট করা - Dec 22, 2023 11:06 am

দক্ষিণ আফ্রিকায় লোক চক্ষুর অন্তরালে রয়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই টেস্ট দলে যোগ দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মারা। দ্রাবিড়ের প্রশিক্ষণে শুরু হয়ে গেছে প্র্যাকটিস। কিন্তু সবটাই চলছে লোক চক্ষুর আড়ালে, পর্দার ঘেরাটোপে। কিছুই দেখার সুযোগ হচ্ছে না সাধারণ দর্শকের। এমনকি এই পুরো কর্মসূচি থেকে বঞ্চিত রয়েছেন ক্রীড়া সাংবাদিকেরাও।
কে এল রাহুলের নেতৃত্বে ভারতের একদিনের দল যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলে সিরিজ খেলতে রীতিমতো ব্যস্ত রয়েছে, ঠিক সেই মুহূর্তেই রোহিত বিরাটদের প্রশিক্ষণ চলছে লাল বলের ক্রিকেটে। ভারতের এই দলের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছেন। সেখানে শুভমান গিল রান করছেন। কিন্তু সেসব দেখার সুযোগ হচ্ছে না ভারতীয় দলের। সেখানে অনুশীলনে বজ্র আঁটুনি বজায় রেখেছেন ভারতীয় দলের হেডস্যার রাহুল দ্রাবিড়।
ফুটবলে এই ধরনের ‘ক্লোজড ডোর’ প্র্যাকটিস খুবই প্রচলিত একটি রীতি। সেখানেও থাকে না সাংবাদিকদের ঢোকার কোনও অনুমতি। বহু বিখ্যাত ক্লাব থেকে শুরু করে জাতীয় দলের প্র্যাকটিসে এই ধরণের অনুশীলনের রেওয়াজ রয়েছে। মূলত এক্ষেত্রে নিজেদের স্ট্রাটেজি অন্যকে না জানানোর রীতির কারণেই এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়। মূলত ফুটবলের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ম আপ দেখার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে যখন কোচ মাঠে আসে সেই সময় সম্পূর্ণ কৌশলগত প্রশিক্ষণটি চলে যায় লোকচক্ষুর অন্তরালে।
বৃহস্পতিবার ক্লোজডোর প্র্যাকটিসের সময় ভারতীয় দলের মূল স্কোয়াড খুবই ভালো পারফর্ম করে বলে শোনা যাচ্ছে। শুভমান গিল নিজে ব্যাটে ভালো রান তোলেন। যদিও সবটাই আভাস পাওয়া গেলেও, এই মনোমুগ্ধকর দৃশ্যের বাস্তবায়ন থেকে বঞ্চিত থাকে সম্পূর্ণ মিডিয়া কুল।
এদিকে এদিন ক্লোজড ডোর প্র্যাকটিসে শুভমান গিল ছাড়াও ব্যাটে ভালো রান পান যশস্বী জয়সওয়াল।
যতদূর শোনা যাচ্ছে তার ব্যাট থেকে একটি অর্ধশত রানের অনবদ্য ইনিংস বেরিয়ে আসে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে।
এদিকের ঋতুরাজ গাইকোয়াড়ের আঙুলের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মহারাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই খেলার সময়ে আঙুলে গুরুতর আঘাত পেয়েছেন। শোনা যাচ্ছে তার অনামিকার আঙ্গুল সম্ভবত ভেঙেছে বা চিড় ধরেছে। তাই তাকে বেশ কিছুদিনের জন্য বিশ্রাম নিতে হতে পারে। তবে ক্লোজড ডোর প্র্যাকটিসের কারণে এখনো ভারতীয় দলের প্রথম একাদশ স্পষ্ট নয়।