ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত ক্যামেরণ গ্রীণ, চিন্তায় অস্ট্রেলিয়া শিবির

Cameron Green
Cameron Green. (Photo Source: Twitter)

আগামী ৯ ফেব্রুয়ারী ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজে নামতেচলেছে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজে নামার আগেই দলের অন্যতম প্রধান ক্রিকেটার ক্যামেরণ গ্রীণকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ক্যামেরণ গ্রীণের হাতের চোট এখনও পুরোপুরি সারেনি। নাগপুর টেস্টে তাঁকর খেলা ঘিরেই দেখা দিয়েছে ধোঁয়াশা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেও, বারতের বিরুদ্ধে এই টেস্ট যে অল্ট্রেলিয়া যে রেকর্ড গড়তে চায়, তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই গ্রীণকে নিয়ে চিন্তা ক্রমশই বাড়ছে।

যদিও এই মুহূর্তে অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরেই রয়েছেন ক্যামের গ্রীণ। আঙুলের চোটের জন্য অস্ট্রেলিয়া শিবিরের বাইরেই চিলেন তিনি। যদিও এখন দলে ফিরেছেন।  ক্যামেরণ গ্রীণের অল রাউন্ড পারফর্ম্যান্সের সাহায্যে বহু জায়গাতেই সাফল্য পেয়েছে অজিরা। শুধু তাই নয় ভারতের িমাটিতেও তাঁর পারফর্মযান্স গ্রাফ যথেষ্ট উরর্ধ্বগামী। আঙুলের চোট ধীরে ধীরে ঠিক হওয়ার পর ব্যাটিং শুরু করে দিয়েছেন ক্যমেরণ গ্রীণ। কিন্তু এখনওলপর্যন্ত বোলিংয়ে তাঁর সমস্যা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আঙুলে চোট পেয়েছিলেন ক্যামেরণ গ্রীণ

এমন পরিস্থিতিতে ভারতীয় দলের বিরুদ্ধে নামার আগে যে চিন্তা খানিকটা হলেও বাড়ছে তা  বেশ স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকাকালীনই আঙুল ভেঙে গিয়েছিল ক্যামেরণ গ্রীণের।  ইতিমধ্যে অস্ত্রোপচারও হয়ে গিয়েছে। িডনিতে অস্চ্রেলি.ার প্রস্তুতি শিবিরে যোগ দিলেো এই মমুহূর্তে তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন সেই ব্যপারে স্পষ্ট নয়। সোমবারই তাঁর মেডিক্যাল রিপোর্ট হাতে পাবেন অস্ট্রেলিয়ার কোচ। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। তাঁর রিকভারি পুরোপুরি না হলে, েই তরুণ ক্রিকেটারকে ছাড়াই হয়ত প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া।

এই প্রসঙ্গে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “যদিও এই  মুহূর্তে তিনি নিজের পজিশনে ঠিকঠাকই রয়েছে কিন্তু ক্যামেরণ গ্রীণের বোলিং নিয়েই এই পরিস্থিতিতে চিন্তাটা সবচেয়ে বেশী। এই মুহূর্তে আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই সবচেয়ে বড় একটা বিষয়। প্রথম ম্যাচে সাফল্য পেতে হলে সেই জায়গাটাই সবচেয়ে শক্তিশালী করতে হবে। যদিও সময় বেশ কিছুটা পাওয়া যাচ্ছে। তবুও এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন”।

ইতিমধ্যে প্রস্তুতি চালালেও চিকিত্সকের সঙ্গে পরামর্শ নেবেন ক্যামেরণ গ্রীণ।তাঁর হিলিং পদ্ধতি ঠিকঠাক হচ্ছে বলেই এই মুহূর্তে সকলে আশাবাদীও রয়েছেন। কিন্তু কেমনটা যদি না হয় তবে ক্যামের গ্রীণের প্রথম টেস্ট খেলাটা যে  অনিশ্তয়চার মুকে তা বলার অপেক্ষা রাখে না। তিনি সুস্থ হয়ে উঠলে, বোলিং করতে না পারলেও তাঁরে  ব্যাটিং স্পেশ্যালিস্ট হিসাবেই দলে রাখা হতে পারে। এখন শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।