বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বোলিং লাইনআপ সাজনো নিয়েই চিন্তায় রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরে গিয়্ছে ভারত। এবার সামনে রয়েছে টেস্ট সিরিজ। বছরের শেষ টেস্ট সিরিজ জিততেই েখন মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবে ভারতীয় জল। কিন্তু সেই লক্ষ্যে নামার আগেই বাংলাদেশের বিরুদ্ধে দলের বোলিং লাইন আপ সাজানো নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তোট রাহুল দ্রাবিড়। দলের একাধিক ক্রিকেটার চোট পেয়ে চিটকে যাওয়াতেই চিন্তাটা আরও বেড়েছে ভরাতীয় টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের সেরা চার ক্রিকেটারকে দেখা যাবে না। একদিনের সিরিজ চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম টেস্টেও নেই তিনি। সেইসহ্গে দলের প্রধান দুই তারকা বোলারও চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে নেই। চোট পেয়ে বহু আগেই  ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। সেইসঙ্গে এবারের একদিনের সিরিজ সুরু হওয়ার আগেই মহম্মদ সামিও ছিটকে গিয়েছেন। চোটের জন্য বারতীয় দলের নেই তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাও।

চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেরা দুই পেসার নেই

আর এই সমস্ত নিয়েই বেশ চিন্তায় রয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ রয়েছেন। কিন্তু বাকি তিন বোলার কাদের খেলানো হবে তা নিয়েই বেশ চিন্তায় বারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিন দলে থাকলেও সম্প্রতি খুব একটা ভাল ফর্মের মধ্যে নেই তিনি। বারতীয় শিবিরে অবশ্য অক্ষর পটেলও রয়েছেন। এই দুজনের মধ্যে কাকে খেলানো হবে এটা নিয়েই চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। সাবকন্টিনেন্টের মাঠে অক্ষর পটেল যথেষ্ট সফল হয়েছেন।

তবে একদিনের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে যেমন পারফরম্যান্স দেখিয়েছেন তাতে শার্দূল ঠাকুর অবশ্য বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। শোনাযাচ্ছে তাঁকেই হয়ত প্রথম একাদশে রাখা হতে পারে। যদিও পিচের প্রকৃতি বুঝেই শেষ সিদ্ধান্ত নিতে চান রাহুল দ্রাবিড়। তবে নভদীপ সাইনির খেলাপর সম্ভাবনা যে একেবারেই কম তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতির জন্য কোনওরকম সময় নষ্ট করতে চাননি রাহুল দ্রাবিড়।

রোহিত শর্মা নেই। সেই জায়গাতে ওপেনং লোকেশ রাহুল এবং শুভমন গিলকেই দেখা যেতে পারে।  তিন নম্বর পজিশনে রাহুল দ্রাবিডের ভরসা সেই চেতেশ্বর পূজারাই। এরপরই রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ।  চোট সারিয়ে ইতিমঘধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভাল ফর্মই প্রদর্শন করেছেন তিনি। ১৪ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নমামবে ভারত। সেখানেই শেষপর্যন্ত কার মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার।