আইপিএল ২০২৩ থেকে চোটের কারণে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণ

আইপিএল ২০২২-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন প্রসিধ

Prasidh Krishna
Prasidh Krishna. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালস নিশ্চিত করেছে যে তাদের ডান-হাতি পেসার প্রসিধ কৃষ্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন সংস্করণ থেকে বাদ পড়েছেন কারণ তিনি এখনও চোটমুক্ত হতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণের নিলামে তাঁকে কেনার পরে প্রসিধকে রাজস্থানের হয়ে খেলতে দেখা গিয়েছিল। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৭টি ম্যাচ খেলে ৮.২৯ ইকোনমি রেটে ১৯ উইকেট লাভ করেন। আইপিএল ২০২২-এ তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৩/২২।

মেন ইন ব্লুর হয়ে প্রসিধ শেষবার ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ২০২২-এর অগাস্ট মাসে জিম্বাবোয়ে সফরের সময়ে এবং তারপর থেকে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

বিবৃতি প্রকাশ করা হয়েছে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা প্রসিধের চোট থেকে পুনরুদ্ধার প্রক্রিয়াকে সমর্থন ও সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং আশা করি তাকে শীঘ্রই সুস্থ হতে দেখব। আমাদের কোচিং স্টাফ সক্রিয়ভাবে আমাদের ট্রায়াল এবং প্রস্তুতিমূলক ক্যাম্প থেকে পেসারদের শনাক্ত ও বিকাশ করছে, যেহেতু আমরা প্রসিধের প্রতিস্থাপনের জন্য সিদ্ধান্ত নেওয়ার দিকে কাজ করছি।

“দুর্ভাগ্যবশত, মেডিক্যাল স্টাফ ও তাঁর সঙ্গে পরামর্শ করার পরে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি আইপিএল ২০২৩-এ অংশ নিতে পারবেন না। শীঘ্রই ফিরে আসুন, স্কিডি,” বিবৃতিতে যোগ করা হয়েছে।

ভারতের হয়ে ১৪ ম্যাচে ২৫ উইকেট নেওয়া প্রসিধ গত বছর আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন এবং রাজস্থানের খেলা প্রতিটি ম্যাচেই অংশ নিয়েছিলেন। তাই ডান-হাতি পেসারের উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে ফ্র্যাঞ্চাইজির জন্য। তাদের স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় পেস-বোলিং বিকল্প হিসেবে রয়েছেন নভদীপ সাইনি, কুলদীপ সেনদের মতো বোলাররা। এ ছাড়া ঘরোয়া সার্কিট থেকে রয়্যালস নিয়েছে কেএম আসিফ ও কুলদীপ যাদবকে।